অনেক পুরানো ঐতিহ্যবাহী কাশার বদনা।

in STEEM FOR TRADITIONN9 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

IMG-20230924-WA0002.jpgIMG-20230924-WA0001.jpg

আজকে আলোচনা করবো বহুল প্রচলিত কাশার বদনা নিয়ে।
এই কাশার বদনা বহু বছর আগে আমাদের পূর্ব পুরুষেরা এই কাশার বদনা ব্যবহার করতো। কারণ আগে বর্তমান সময়ের মতো প্লাস্টিকের বা টিনের তৈরী বদনা পাওয়া যেতোনা।আগেকার মানুষেরা বেশীরভাগ মানুষেই
কাশার জিনিসেই ব্যবহার করতো। এখন
কাশার জিনিস প্রায় বিলুপ্ত হয়েগেসে। কারণ বর্তমান সময়ে অনেক ধরণের জিনিস পাওয়া যায় যেমন প্লাস্টিকের জিনিস টিনের জিনিস কাঁচের জিনিস ইত্যাদি।

IMG-20230924-WA0006.jpgIMG-20230924-WA0005.jpg

তবে আগেকার মানুষ এই কাশার বদনা বিভিন্ন কাজে ব্যবহার করতো যেমন এই কাশার বদনায় পানি নিয়ে নামাজ পড়ার জন্য ওযু করতো এই
কাশার বদনায় পানি নিয়ে গোসল করতো এই
কাশার বদনাতে পানি খাওয়ার জন্য ব্যবহার করতো। আর এই কাশার বদনা ব্যবহার সব মানুষে ব্যবহার করতে পারতো না এর কারণ হচ্ছে আগেকার যুগে এই কাশার জিনিসের অনেক দাম থাকায় শুধু যাদের টাকা পয়সা ছিল বা বড়োলোক ছিল তারাই কাশার জিনিস ব্যবহার করতো আর যাদের টাকা পয়সা কম ছিল বা গরিব ছিল তারা কাশার জিনিস ব্যবহার করতে পারতোনা। আর এই কাশার জিনিস ব্যবহারের অনেক সুবিধাও ছিল যেমন কাশার বদনা অনেক ভারী ও কাশার বদনায় মরিচা না পড়ায় একটা কাশার বদনা কয়েক যুগ ব্যবহার করা যেতো আবার কাশার বদনা ভারী হওয়ায় পানি ভরে কোথাও রাখলে পরে যাওয়ার ভয় থাকেনা।

IMG-20230924-WA0004.jpgIMG-20230924-WA0003.jpg

কাশার জিনিস গুলো দেখতেও অনেক সুন্দর হয় কাশার জিনিসের উপরে কোনো দাগ লাগলে বা দীর্ঘ দিন পরে থাকলে কালচে কালার হয়ে যায় তবে কাশার জিনিস যদি বালু দিয়ে ভালোকরে মাঝা যায় তাহলে কাশার জিনিস গুলো সোনার মতো চকচকে হয়েযায়। আগেকার অনেক মানুষের মুখে সোনা গেছে যে কাশার জিনিস ব্যবহারের ফলে আগেকার মানুষের অসুখ বিশুক কমহত। এখন আর কাশার বদনা কোথাও পাওয়া যায়না যদিও বা পাওয়া যায় তার বেশির ভাগেই দুইনাম্বার আর আগেকার কাশার জিনিস সবই সিলো একনাম্বার যার কারণে আগেকার সব কাশার জিনিসেই ভালো। এখন আবার অনেক মানুষেই পুরানা কাশার জিনিস অনেক দাম দিয়ে কিনতে দেখা যায়।

IMG-20230924-WA0008.jpgIMG-20230924-WA0007.jpg


Vote for @bangla.witness

ধন্যবাদ
@mazadul

Sort:  
 9 months ago 

ঐতিহ্যবাহী কাসার বদনা নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। কাসারও যে বদনা আছে সেটা আমি জানতামই না। আমি আমার ২১ বছরের জীবনে শুধু প্লাস্টিকের বদনাই দেখেছি। আজকে প্রথম কাসার বদনা দেখলাম। এগুলো যে কতো পুরনো তা আমার জানা নেই। আপনার পোস্টটি পড়ে নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম।

 9 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19