রাতে খোঁচা দিয়ে মাছ ধরার মজাই অন্যরকম।

in STEEM FOR TRADITIONN10 months ago (edited)

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

রাতের বেলা বিলের মাঝে মাছ ধরতে কম বেশি সকল পুরুষ মানুষই পছন্দ করে। আমিও রাতে বিলে মাছ ধরতে পছন্দ করি। আমরা যখন রাতে বিলে মাছ ধরতে যাই ৪/৫ জন একসাথে যেতাম একসাথে মাছ ধরার মজাটাই অন্যরকম। আবার একসাথে মাছ ধরতে যাওয়ার কারণও আছে। যেমন রাতে মাছ ধরতে গেলে অনেক ধরণের ভয়ও লাগে। যেমন মাছ মারতে মারতে সামনে আগাচ্ছি আর পিছনে মনে হয় কেউ আসতেছে। আবার মনে হয় সামনে বড় একটা মাছ। কখনো বা মনে হয় পিছনে কেউ পানিতে দৌড়াচ্ছে। আমি নিজেও এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাই বিলে রাতে মাছ ধরতে একা না যাওয়াটাই ভালো। রাতে বিলের মাঝে মাছ ধরতে কিছু জরুরি জিনিস সঙ্গে রাখা লাগে। সেটি হলো মাছ দেখার জন্য একটা ভালো টর্চলাইট। মাছ মারার জন্য একটা খোঁচা। মাছ রাখার জন্য একটা ব্যাগ।

IMG-20230916-WA0001.jpgIMG-20230916-WA0001(1).jpg

একটা খোঁচা বানাতে লাগে বাঁশ। বাঁশ টাকে ভালো করে ছেলাতে হবে যেন মাছ ধরতে গিয়ে হাতে ব্যাথা না পায়। কিছু ছাতার কামান বা চিকন স্টিলের রড যেগুলো সহজে বাঁকা হবে না। ছাতার কামান বা স্টিলের রড গুলোর মাথা চিকন করে ধারালো করতে হবে। যাতে করে মাছের পিঠে একবার হানা দিলে মাছ যেন খুলে যেতে না পারে। ছাতার কামান বা স্টিলের রড ধারালো হয়ে গেলে সে গুলোকে গুছিয়ে বাঁশের ফুটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই তৈরী হয়ে যাবে খোঁচা।

IMG-20230916-WA0004.jpgIMG-20230916-WA0006.jpg

এখন এমন একটা টর্চলাইট লাগবে। যেটাতে কিনা ৪/৫ ঘণ্টা চার্জ থাকবে। এমন টর্চলাইট নিয়ে যাওয়া যাবে না যেটাতে কিনা চার্জ থাকে না এমন টর্চলাইট নিয়ে রাতে বিলে মাছ ধরতে গেলে বিপদে পড়তে হবে। আর যদি চার্জ কম থাকে তাহলে আলাদা ভাবে বেটারী লাগাতে অথবা এক্সট্রা একটা টর্চলাইট সাথে নিতে হবে।

IMG-20230916-WA0003.jpgIMG-20230916-WA0005.jpg

এখন সাথে নিতে হবে একটা ভালো ব্যাগ। ভালো ব্যাগ নিতে হবে এই কারণে যে রাতে কষ্ট করে মাছ ধরে যদি ছেরা ব্যাগে রাখি তাহলে কষ্ট টাই বিথা হয়ে যাবে।

IMG-20230916-WA0008.jpgIMG-20230916-WA0007.jpg

বন্ধুরা যারা রাতে খোঁচা দিয়ে মাছ ধরতে পছন্দ করো বা যারা রাতে মাছ ধরতে যেতে চাও তাঁদের জন্য বলছি আপনারা কখনো একা একা যাবেন না। পারলে ৩/৪ জন এক সঙ্গে যাবেন কারণ বিপদ কখনো বলে আসে না।

বন্ধুরা আল্লাহ পাক সবাইকে সয়ি ছালামতে রাখুক।


Vote for @bangla.witness

ধন্যবাদ
@mazadul

Sort:  
 10 months ago 

ঐতিহ্যবাহী খোঁচা নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই, আমাদের আঞ্চলিক ভাষায় ফসকা বলে, রাতের বেলা এই ফসকা দিয়ে লাইট এর সাহায্যে মাছ ধরা হয়। আমি যখন গ্রামে ছিলাম, তখন মাছ ধরতাম, টাকি, শিং, শৈল মাছ ধরা যায় এই ফসকা দিয়ে। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই, দারুণ ফটোগ্রাফি করছেন, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

হুম ভাই ঠিক বলছেন। যখন গ্রামের জমিতে বন্যা হয় তখন প্রায় রাতে অনেকজন একসাথে হয়ে চলে যায় এই খোঁচা নিয়ে। যেটা দিয়ে অনেকে অনেক মাছ নিয়ে আসে। তবে এইসব জিনিস দিনদিন বিলুপ্ত হয়ে যাইতেছে। এখন আগের মতো বন্যা নেই। তাই আর নদীতে মাছও নাই। আর আমাদের গ্রাম অঞ্চলে মাছ ধরার হাতিয়ারগুলোও বিলুপ্ত হয়ে যাইতেছে। তবে আপনি অনেক সুন্দর ভাবে খোঁচা নিয়ে একটি পোস্ট করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 

রাতে মাছ ধরা খোঁচা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। এরকম মাছ ধরা খোঁচা আমাদের বাসায়ও দুইটি রয়েছে। এই খাঁচা দিয়ে আগেরজার মানুষরা বেশি মাছ ধরত। তবে এখন আর এরকম খোঁচার ব্যবহার তেমন একটা দেখা যায় না। কারণ সবাই এখন রাত্রে পলায় দিয়ে মাছ শিকার করে থাকেন। হাই তবে আপনি ঠিকই বলেছেন রাত্রে বেলা খোঁচা দিয়ে মাছ ধরার মজাই আলাদা। আমিও একবার রাত্রে বেলা খোঁচা দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু মাছ ধরতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

আপনি বেশ চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রামের মানুষেরা এমন মাছ ধরতে বেশ পছন্দ করে। আমাদের এখানে অনেকেই এভাবে মাছ ধরে।আমি কোন দিন এভাবে মাছ ধরি নাই। এভাবে মাছ ধরার নাকি আনন্দ অনেক।মাঝে মাঝে অনেক মাছ ধরে আমাদের এখনকার লোকেরা।অনেক প্রজাতির মাছ এনারা ধরে নিয়ে আসে।খোচা দিয়ে মাছ ধরা নিয়ে বেশ চমৎকার একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

বাঁশ আর লোহার সমন্বয়ে খোঁচা বানানো হয়। এই খোঁচা দিয়ে মাছ ছাড়া যেকোন সাপ মারা যায়।তবে এই খোঁচা দিয়ে রাতের বেলা আলাই মাছ মারা যায়।তবে বর্ষাকাল আসলেই এই খোঁচার দ্বারা লাইট জ্বালিয়ে মাছ ধরার মজাই অন্যরকম। আমি এই খোঁচার মাধ্যমে রাতে ধরছি ভাই।খোঁচা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাই।

 10 months ago 

ধন্যবাদ

 10 months ago 

গ্রামে বেশির ভাগ পুরুষ মাছ ধরতে যায়।রাতের বেলা তাদের আসল সময়।এ জিনিসটা আমি আগেও দেখিছি কিন্তু নাম জানতামনা।এ খোঁচা দিয়ে মাছ ধরে তাও জানতাম না।আপনি আপনার মাছ ধরার অভিজ্ঞতা সম্পর্কে অনেক সুন্দর করে লিখেছেন।আপনার পোস্টের উপস্থাপন সুন্দর হয়েছে।আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

খোঁচা দিয়ে মাছ ধরতে আমার বেশ ভালো লাগে। আমি অনেক খোঁচা দিয়ে মাছ ধরেছি। তবে খোঁচা দিয়ে মাছ ধরার জন্য একটি ভালো আলো সম্পুর্ন লাইটের প্রয়োজন পড়ে। আমি অনেক সময় মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56422.84
ETH 2981.82
USDT 1.00
SBD 2.19