আমাদের এলাকায় ভূমিহীনদের সরকারি আবাষণ প্রকল্পের কিছু ঘর দিয়েছে

in STEEM FOR TRADITIONN9 months ago

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG-20230926-WA0007.jpgIMG-20230926-WA0005.jpg

আমাদের গ্রামে সরকার গরিব ও ভূমিহীন মানুষের জন্য কিছু আবাষণ প্রকল্পের ঘরের বেবস্তা করে দিছে সেখানে কিছু কিছু গরিব ও ভূমিহীন মানুষের থাকার ব্যবস্থা হয়েছে।
এটা সরকার খুব একটা ভালো কাজ করেছে ভূমিহীন মানুষের জন্য। যে লোকেরা দিন আনি দিন খায় মানুষের জায়গায় ঘর করে থাকে তারা কিভাবে জমি কিনে বাড়ি করে থাকবে। সেখানে সরকার দুই শতাংশ জমি সহ পাকা বাড়ি এটাস্ট বাথরুম বিদ্যুৎ শংযোগ মিটার টিউবয়েল সহ সকল সুবিধা দিয়েছে। এখানে সরকার ৪৪ শতাংশ জমির উপরে ২২ টি বাড়ি করে দিয়েছে সেখানে ২২ টা গরিব ও ভূমিহীন পরিবার জমি সহ থাকার জায়গা পেয়েছে।

IMG-20230926-WA0008.jpgIMG-20230926-WA0003.jpg

এসব গরিব ও ভূমিহীন পরিবার সরকারি ঘর পেয়ে অনেক খুশি। এই আবাষণ প্রকল্পের ঘর গুলোর কাজ কোনো ঠিকাদার দারা করা করা হয়নাই এই আবাষণ প্রকল্পের কাজ করেছে উপজেলা নির্বাহী অফিসার নিজ দায়িত্বে। এর কারণ হলো কোনো ঠিকাদাড়ি প্রতিষ্ঠানের মাধ্যমে করালে কাজটা ভালো না হওয়ার সম্ভবনা বেশি তাই সরকার উপজেলা নির্বাহী অফিশারের সহায়তায় এই আবাষণ প্রকল্পের কাজ সম্পূর্ণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও একটা ভালো কাজ করছে সেটা হলো যে এলাকায় আবাষণ আবাষণ প্রকল্পের ঘর হয়েছে সেখানে বাহিরের এলাকার গরিব ও ভূমিহীন মানুষেরা ঘর পেয়েছে এটা যদি চ্যায়ারমেন মেম্বারের মাধ্যমে দিতো তাহলে শুধু চেয়ারমেন ও মেম্বারের এলাকার লোকরাই এই আবাষণ প্রকল্পের ঘর পেতো তাই সরকার এই কাজ গুলো উপজেলা নির্বাহী অফিশারের মাধ্যমে করিয়েছে যার কারণে বাহিরের এলাকার লোকজনেরা এর সুবিধা বা থাকার জায়গা পেয়েছে।

IMG-20230926-WA0006.jpgIMG-20230926-WA0004.jpg

সরকার যে ৪৪ শতাংশ জায়গার উপরে আবাষণ প্রকল্পের ঘর করে দিয়েছে সেই জায়গাটা সরকারি জায়গা এই জায়গা টা কিছু অসাধু লোকেরা দখল করে সিলো সরকার সেই জায়গা সরকারি দখলে নিয়ে গরিব ও ভূমিহীন মানুষের জন্য আবাষণ প্রকল্পের ঘর করে দিয়েছে। আমার জানা মতে সরকার গরিব ও ভূমিহীন মানুষের জন্য যে আবাষণ প্রকল্পের ঘর করে দিসে সেটা খুব ভালো একটা কাজ করে দিছে কারণ আমি দেখেছি এই মানুষ গুলো কত কষ্ট করে জীবন যাপন করতে সিলো।

IMG-20230926-WA0002.jpgIMG-20230926-WA0001.jpg


Vote for @bangla.witness

ধন্যবাদ
@mazadul

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56263.97
ETH 2964.97
USDT 1.00
SBD 2.18