ঐতিহ্যবাহী বটি ও শিল পাটার ধার করার পদ্ধতি।

আসসালামু আলাইকুম আমি, @abdullah-44

আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।( আলহামদুলিল্লাহ)



ঐতিহ্যবাহী বটি ও শিল পাটার ধার করার পদ্ধতি।



IMG_20230914_123327.jpg

বটি ও শিল পাটা আমাদের সবার বাড়িতেই আছে। বটি ও শিলপাটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস। যুগ যুগ ধরে এই বটি ও শিলপাটা আমরা রান্নার কাজে ব্যবহার করে আসছি। বটি ও শিল পাটা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করার ফলে এক সময় এর ধার ফুরিয়ে যায় বা ধার কমে যায়।



IMG_20230914_123428.jpg

দীর্ঘদিন যাবত বটি ব্যবহার করার ফলে ধার একদম কমে যায় তখন মাছ মাংস বা শাক-সবজি কোন কিছুই ভালোভাবে কাটতে চায় না। বিশেষ করে মাছ ও মাংস কাটার সময় অনেক কষ্ট হয়, সহজে কাটতে চাই না। যখন বটিতে ধার করার প্রয়োজন হয়। আবার যখন শিল ও পাটাতে ধার কমে যায়, তখন পাটাও শিল একদম সমান হয়ে যায়। শিল পাটার ধার কমে সমান হয়ে যাওয়ার কারণে পিয়াজ মরিচ রসুন ইত্যাদি বাটার সময় ভালোভাবে বাটা যায় না।



IMG_20230914_123357.jpg

ভালোভাবে খুব সহজেই বাটার জন্য পাটাতে ধার করতে হয়। অনেক লোক আছে তার গ্রামে ও শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বটি ছুরি ও শিল পাটার ধার করে থাকেন । তারা মূলত শিলপাটা ধার করার জন্য ছেনি ও হাতুড়ি ব্যবহার করে। আর বটি ধার করার জন্য কি যেন একটা ব্যবহার করে ঐটার নাম আমার জানা নেই। আমার শেয়ার করা ছবিতে আপনারা বটি ধার করার মেশিনটি দেখতে পাচ্ছেন।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG_20230914_123344.jpg

IMG_20230914_123252.jpg

কেউ যদি এই মেশিনটা নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কয়েকদিন আগে আমি লক্ষ্য করে দেখি আমাদের ম্যাচের পাশ দিয়ে বটি শিল পাটা ধার করার একজন লোক যাচ্ছে। তো, আমি ওনাকে ডেকে নিয়ে আসলাম শিল পাটা ও বটিতে ধার করার জন্য। শিল পাটা ও বটিতে অবশ্য ধার কাটার প্রয়োজন ছিল না, তারপরও ডেকে নিয়ে আসলাম শুধু মাত্র ছবি তোলার জন্য।তারপর ভাবলাম কয়েকদিন পরে হলেও তো ধারকাটা লাগতো আগে ধার কাটলে সমস্যা কি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxJkoJ67FXnsDqHsfcYrHExg45hzbf2tzsiAeqBq6b2MgASJtNTU4BaRG5GSd...jiiUN67TKAiC1RQHSbg7hkU4vYCsMpAtAmm4pum217tSttDfXznfKyTmRaJNgLmAJa5t6hyYozxbhBBSEyEGVJMzkPQiVnUJznvnA2tAcfkBUkkPGBL9LEkfcz.png

IMG_20230914_123615.jpg

IMG_20230914_123614.jpg

IMG_20230914_123635.jpg

এরপর উনি এসে প্রথমে পাটাতে ধার করা শুরু করলো ছেনী ও হাতুর এর মাধ্যমে। আমি মজার ছলে বলেছিলাম পাটার উপর একটা মাছ আঁকায়ে দিয়েন। উনি দেখি সত্যি সত্যি মাছ আঁকায়ে দিল। পাটার উপর মাছ আঁকানো দেখতে খুব ভালই লাগছিল। পাটাতে ধার করার শেষে বটিতে ধার করা শুরু করল। কি একটা মেশিন সাইকেলের মতো পেডেল দিয়ে ঘুরাচ্ছিল আর ধার করতেছিল।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG_20230914_123845.jpg

IMG_20230914_123829.jpg

IMG_20230914_123729.jpg

IMG_20230919_084731.jpg

এই মেশিনটার নাম কি আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। যখন এই লোক পাটাতে ধার কাটছিল তখন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, চারিদিকে পাথরের গুড়া উড়ার কারণে। পরে ওইখানে না থাকতে পেরে রুমের মধ্যে চলে আসছিলাম। মুখে কিছু না বেঁধে উনি কিভাবে কাজ করছিল আমি সেটাই চিন্তা করছিলাম। যাইহোক যার যেটা প্রফেশন সে সেই জায়গায় দক্ষ।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG_20230914_125046.jpg

IMG_20230914_125045.jpg

IMG_20230914_124143.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw3nqBFcbV2rkkbgRUhb3PMHJNHgbsQ5qUWmScc684CKjSggSGYS26MN3rnCgoayDzBGuhfuG2g2pAFAn.png

আমার পোস্টটি পড়ার  জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 

আমার পরিচয়


FB_IMG_1686764702485.jpg

slLXtTGa_2x.jpg

আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxJkoJ67FXnsDqHsfcYrHExg45hzbf2tzsiAeqBq6b2MgASJtNTU4BaRG5GSd...jiiUN67TKAiC1RQHSbg7hkU4vYCsMpAtAmm4pum217tSttDfXznfKyTmRaJNgLmAJa5t6hyYozxbhBBSEyEGVJMzkPQiVnUJznvnA2tAcfkBUkkPGBL9LEkfcz.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

এই মেশিনটি আমিও বেশ কয়েকবার দেখেছি ভাই। এটি দিয়ে খুব সহজে চাকু ধার দেওয়া যায়, দা ধার দেওয়া যায়।আমি শুধু দা ধার দেওয়া দেখেছিলাম। আমার ম্যাচের নিচে একটি মাংসের দোকান রয়েছে সেখানে আমি একদিন দেখেছিলাম একটি লোক এরকমভাবে মেশিনটি পা দিয়ে প্যাটেল দিচ্ছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ধার দিচ্ছে দা।এছাড়াও শীল পাঠাতে ও ধার দেওয়া হয় এসব লোহার জিনিসগুলো। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই ছবিগুলো খুব সুন্দর হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই।

 10 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 10 months ago 

ঐতিহ্যবাহী বটি ও শিলপাটা ধার করার যন্ত্র ও এর ব্যবহার পদ্ধতি নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। বহুদিন আগে আমি এমন একজন লোককে দেখেছিলাম।তিনি গ্রামে গ্রামে শিলপাটা ধার করে বেড়ান। এটাই মূলত তার ব্যবসা। কুরবানীর আগে এ ধরনের লোককে বেশি দেখা যেত। তবে এখন এদের আর দেখাই যায় না। আপনি যন্ত্রটির কার্যপদ্ধতি নিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। আর কিভাবে ধার দেওয়া হয় সেটিও লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

 10 months ago 

গ্রামের এলাকায় এমন শিলপাটা ধার দেওয়ার জন্য অনেক লোক আসে।ওনারা এই কাজ করে বেড়ায় বিভিন্ন এলাকায়।লোহার জিনিস ধার দেওয়ার জন্য এখন এমন মেশিনগুলো ব্যবহার করে।আপনি বেশ চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

অনেক বছর আগে আমি বটি এবং শীলপাটায় ধার দেওয়ার জন্য এই যত্ন দেখেছিলাম। এই মেশিনটির নাম আমিও জানি না ভাই। তবে শিলপাটে ধার দেওয়া মানুষ এখন পাওয়া যায় না। এই পেশাকে নাকি মরণ পেশা বলা হয়। তাই গ্রামে এখন শিলপাটা ব্যবহার করা দেখা যায় না।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

অনেক দিন এভাবে শীল পাটা ধার করাতে দেখিনি। এমনকি এমন করে বটিও ধার করাতে দেখি না। আমার যত দূর মনে পড়ে সেই ছেলেবেলায় দেখতাম এরকম দৃশ্য। এখন আর সচারচর চোখে পড়ে না। কি দারুন ছিল আজকের পোস্টটি। আসলে ভাইয়া ওনাদের প্রোফেশনটাই এমন। সব কিছু ওনাদের দেহে সয়েগেছে। তাই কাজ করার সময় ওনাদের মুখ আর ঢাকার প্রয়োজন পড়ে না।

ধন্যবাদ আপু।

 10 months ago 

গ্রাম অঞ্চলের মানুষের প্রতিটি বাড়িতে শীল পাটা রয়েছে এবং বটি রয়েছে, এগুলো দাঁড় করার জন্য এই যন্ত্রে ব্যবহার করা হয়। তবে এই যন্ত্র কম দেখা যায়। আমি মনে হয় একবার দেখিছিলাম। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

 10 months ago 

বটি এবং শিল পাটার ধার দেওয়া পদ্ধতি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। এটি অনেক পুরনো একটি পদ্ধতি। সেই আগের সময় মানুষ কিভাবে পা দিয়ে চাকা ঘুড়িয়ে বটি এবং শিল পাটার ধার দিত। আপনি ঠিকই বলেছেন এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। আমিও এই মেশিনের নাম জানিনা ভাইয়া দুঃখিত। তবে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ ভাই

 10 months ago 

এই দৃশ্যগুলো ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখা যায়। যারা এই কাজগুলো করে তারা কাঁধে এই মেশিনটি নিয়ে চিৎকার করতে করতে বলে কার লাগবে কার লাগবে। তবে গ্রাম অঞ্চলে এগুলো তেমন দেখা যায় না। হাতের কাছেই কামার শালা থাকার কারণে খুব সহজে তারা এখান থেকে ই বটি কাটার দা সব ধার করে নে। অনেক সুন্দর লিখেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56456.73
ETH 2990.61
USDT 1.00
SBD 2.13