জেনারেল রাইটিং-মন ভালো নেই||

in Steemit City6 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি নিয়ে লিখতে বেশি ভালো লাগে। হৃদয়ের কথাগুলো লিখতে ভালো লাগে। মন খারাপের দিনগুলোতে লিখতে ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবাই ভালো লাগবে।


মন ভালো নেই:

woman-6212065_1280.jpg

Source


মাঝে মাঝে কারণে-অকারণে মন খারাপ হয়ে যায়। হয়তো মন খারাপের তেমন একটা কারণ থাকা প্রয়োজন পড়ে না। কিন্তু মাঝে মাঝে মন খারাপের অনেক কারণ খুঁজে পাওয়া যায়। যেই কারণগুলো খুঁজতে গিয়ে বারবার হৃদয়ের মাঝে ক্ষত তৈরি হয়। মনে হয় যেন ভেতরের কষ্টগুলো বারবার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। কখনো বা মনে হয় স্মৃতিগুলো বর্তমানে থেকে অনেকটাই আলাদা। তখনই যেন কষ্ট গুলো আরো বেড়ে যায়। মন খারাপের কারণ এর মাঝে সেই কষ্টগুলো যোগ হয়ে যায়।


মন খারাপের কষ্টগুলো হয়ত কাউকে বোঝানো যায় না। ভেতরের চাপা কষ্টগুলো হৃদয় মাঝে যখন জমা পড়ে যায় তখন হয়তো কোন কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। হৃদয়ের কষ্টগুলো যখন রংহীন হৃদয়টাকে আরও বেশি ফ্যাকাসে করে ফেলে তখন হৃদয়ের রং গুলো যেমন পাল্টে যায়। তেমনি দু চোখের অশ্রুগুলোর স্রোতধারা রঙিন স্বপ্নগুলোকে বিলীন করে দেয়। চোখের জলে বিলীন হয়ে যায় দুচোখের স্বপ্নগুলো। মনে হয় জীবনটা কেন বদলে গেল? মনে হয় এরকমটা না হলেও পারতো।


মাঝে মাঝে মনে হয় সময়ের সাথে সাথে সবাই কেন বদলে যায়? কারো বদলে যাওয়া যে অন্য কারো কষ্টের কারণ হয় সেটা হয়তো সে বুঝতেই পারে না। সময়ের সাথে সাথে ভালোবাসার প্রত্যাশা কিংবা ভালো থাকাগুলো বদলে যায়। একটু ভালো থাকা খুঁজতে গিয়ে হয়তো জীবন শেষ হয়ে যায়। একটু ভালো থাকার আশায় হয়তো বারবার আহত হয়ে ফিরে আসতে হয়। তবুও মন ভালো থাকতে চায়। কিংবা একটু ভালো থাকার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ভালো থাকার চেষ্টায় যখন বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তখন মন খারাপের পাহাড় হৃদয়টাকে আরো বেশি আহত করে।


সময় যেমন বদলে যায় তেমনি মন খারাপের ধরন বদলে যায়। হয়তো কোন একটা সময় আনন্দ, উল্লাস বা ভালো স্মৃতিগুলো মনে পড়ে মন খারাপ হতো। আর এখন ভালো থাকার লড়াই করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই তখন মন খারাপ হয়ে যায়। মনে হয় জীবনটা বড্ড বেশি বৃথা। এই জীবনে কিছুই পেলাম না। জীবনের হিসাব মিলাতে গিয়ে শূন্য হাতে ফিরে আসতে হয়। সেই শূন্যতাকে বড্ড বেশি কঠিন। শূন্যতা থেকে বেরিয়ে আসলে জীবনের অর্থ বিলীন হয়ে যাবে।


মন খারাপের সময় গুলোতে আবোল তাবোল সব চিন্তাধারাগুলো মনের মাঝে এসে ভিড় করে। আর তখন এলোমেলো সব চিন্তাধারাগুলো গুছিয়ে উপস্থাপন করা সম্ভব হয় না। তবুও নিজের মনকে ভালো করতে আর ভেতরটা হালকা করতে এলোমেলো সব কথাগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67