একদিন নৌকা ভ্রমণ

in STEEM FOR BETTERLIFE2 years ago

খুলনা রূপসা নদী অনেক সুন্দর একটি নদী। নদী মাতৃক দেশে এখন নদী নেই বললেই চলে। নদীগুলো তার গভীরতা,সৌন্দর্য, জোয়ার-ভাটা সব হারিয়েছে। নদী গুলো তার নাব্যতা হারিয়েছে। তারপরও নদী সংরক্ষণের কাজ চলছে। আশা করি আমাদের দেশের নদীগুলো আবার সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠবে।
20220610_183045.jpg
বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে রূপসা নদী অন্যতম। এই নদীর জোয়ার –ভাটা দেখতে আমার খুব ভালো লাগে। রূপসা নদীতে অনেক বড় একটি সেতু আছে। রূপসা সেতু অনেক সুন্দর করে তৈরী করা হয়েছে। রাতের বেলা এই সেতুটি তে যখন আলোয় ভরে উঠে তখন দূর থেকে অনেক সুন্দর লাগে।
IMG-20220611-WA0018.jpg
আমি ও আমার পরিবারকে সাথে নিয়ে নৌকা ভ্রম্নে বারিয়ে পড়ি। আমার বাচ্চারা অনেক বেশি মজা পেয়েছিল। আমরা রূপসা ঘাট থেকে নৌকা ভাড়া করে যাত্রা শুরু করি। নৌকার ২ জন মাঝি ছিল। আমরা ১ ঘণ্টা ধরে নৌকা ভ্রমণ করেছিলাম।
দিনটি অনেক সুন্দর ছিল। বিকাল বেলায় আমরা যাত্রা শুরু করি সন্ধ্য বেলায় শেষ
হয়। নৌকায় বসে আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে অনেক কল- কারখানা ও মাছের প্রজেক্ট। অনেক ছোট বড় ট্রলার চলে এই নদীতে। ছোট কিছু জাহাজ চলে নদীতে। নদীর পাড়ে কিছু ঘর-বাড়ী ও বাজারও আছে। প্রতিদিন হাজার খানেক মানুষ ট্রলারে করেই নদী পার হয়।

IMG-20220611-WA0097.jpg
দিনটি অনেক সুন্দর স্মৃতিময় আমার কাছে। আবারো যেতে ইচ্ছে আছে নৌকা ভ্রমণের।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56709.98
ETH 2329.72
USDT 1.00
SBD 2.37