"Steemit Engagement Challenge S9-W4: "My best moment"

in STEEM FOR BETTERLIFElast year
"Steemit Engagement Challenge S9-W4: "My best moment"

Beige Laconic Our Best Moments Instagram Post.png
Made by Canva


Which moment in your life will you always remember? describe what happened that day.


20180105_150456.jpg

The above picture was taken by @aparajitoalamin.
আমার জীবনের সেরা মূহুর্ত যা আমি সবসময় স্বরন করি তা হলো আমার বিয়ের সময়টা। আসলে আমি আমার ভালোবাসার মানুষটিকে সেদিন আপন করে পেয়েছিলাম। দিনটি ছিলো ৫ই জানুয়ারি ২০১৮। আর দশটা সাধারন দিনের মতন সেদিনটি ছিলোনা। সকাল থেকেই অনেক কিছু আমাকে সামলাতে হচ্ছিলো। আমার বাবা মা গ্রামে থাকেন আর আমি থাকি শহরে। বাবা মা আমার বিয়ের উদ্দেশ্যে আমার বাসায় এসেছিলেন।

তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা সহ অনেক কিছুর যত্ন আমি নিয়েছিলাম। পাশাপাশি আমার বিয়ের কেনাকাটা সহ সব কিছু কয়েকদিন আগে থেকেই আমার নিজেরই একা একা করতে হয়েছিলো। সমস্যা দাড়িয়েছিলো আমার বোনদের ও তাদের বাচ্চাদের সময় মতন একস্থানে জড়ো করা। তাদের অনেক আবদার ছিলো কারন আমি তাদের একমাত্র ছোট ভাই আর তারা অনেক আয়োজন করতে চেয়েছিলো।

কিন্তু আমার আর্থিক অবস্থা অতোটা ভালো ছিলোনা যে তাদের আবদার আমি রক্ষা করতে পারবো। তাছাড়া বহুকষ্টে দুটো পরিবারকে এই বিয়েতে আমি ও আমার স্ত্রী মিলে রাজি করিয়েছি তাই অতোটা সময়ও আমি পাইনি। আর সারাক্ষন একটা ভয়ছিলো কখন কোন সমস্যা ও মতবিরোধ লাগে দুই পরিবারের মাঝে। তাই আমাকে সেদিন সারাক্ষন সব দিকে কড়া নজর রাখতে হচ্ছিলো ও নিজে সব সামলিয়ে নিতে হচ্ছিলো।

তারপর যে কমিউনিটি সেন্টারে আমি এই আয়োজনটা করছিলাম সেখানকার খাবার থেকে শুরু করে করে সবই আমাকেই খেয়াল রাখতে হচ্ছিলো। আমার এই দ্বায়িত্ব গুলো পালন করতেও ভালো লাগছিলো। তারপর আমার স্ত্রী সেখানে ঠিক মতন পৌছাতে পারছে কিনা বা তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও একটা চিন্তার বিষয় ছিলো। তারপর আসলো সেই বিশেষ সময়। যখন সরকারি রেজিস্টার খাতায় আমি সাক্ষর করে আমার ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন একসাথে থাকার অঙ্গীকারনামায় সাক্ষর করছিলাম।

জানি হয়তো অনেক পুরুষের এই সময় তেমন কোনো অনুভূতি হয় না। তবুও আমার একটা মিশ্র অনুভূতি হচ্ছিলো। একটা কান্না হাসি মেশানো অনুভূতি। কারন একটা মানুষকে সারাজীবনের মতন নিজের জীবনের সাথে একাত্ব করে নেওয়া অনেক বড় একটা দ্বায়িত্ব। আমার আত্ববিশ্বাস ও ভালোবাসা সব মিলিয়ে একটা ব্যাখ্যাতীত অনুভূতি হচ্ছিলো। আমার কাছে সেদিনই নিজেকে সত্যিকারের পুরুষমানুষ বলে নিজেকে মনে হচ্ছিলো।

আজও সেই আত্ববিশ্বাস আমার মনে আমাকে শক্তি দেয়। যে একটা মানুষ আমাকে ভালোবেসে আমাকে বিশ্বাস করে সারাজীবনের জন্যে আমার সাথে থাকার অঙ্গীকার করেছে,রাজী হয়েছে। এই অনুভূতিটা আমাকে যেমন সুখ দিচ্ছিলো তেমনি আত্ববিশ্বাস ও দিচ্ছিলো। আমি যখন রেজিস্টার খাতায় সাক্ষর করে বিবাহের কাজ শেষ করি তখন থেকে মনে হয় আমি একটা অন্যমানুষ। আত্ববিশ্বাসী ও দায়িত্ববান একজন পুরুষ।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Why was it so special?


pexels-andrea-piacquadio-3761504.jpg
pexels

আমি পেরেছি। আমার ভালোবাসার মানুষটাকে আপন করে নিতে পেরেছি। শতবাধা অভিযোগ ও শত্রুতার মোকাবেলা করে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। আমাকে বিশ্বাস করা ও ভালোবাসার প্রতি সম্মান আমি রাখতে পেরেছি এই সকল সফলতার অনুভূতি আমি প্রথমবার পেয়েছি তাই আমারকাছে ওই মুহূর্তটি বিশেষ ভাবে স্বরনীয়।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Can you compare that day with your current situation, what's the difference?


20180105_150508.jpg

The above picture was taken by @aparajitoalamin.
আসলে জীবনের সবদিন সব সময় সব সম্পর্ক সমান যায় না। তবে সেই দিনটি থেকে আজকের দিনটিতে আমার তেমন কোনো পার্থক্য নেই। দুজন ভালোবেসে একসাথে থাকার প্রতিজ্ঞা করে নতুন জীবন শুরু করেছিলাম। এখনও সেভাবেই দিন পার করছি। তবে বোঝাপরা ও বন্ধন আরো অনেক বেরেছে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Why is it good to remember moments like this in life?


pexels-cottonbro-studio-3832028.jpg
pexels

জীবনে স্বরনীয় মূহুর্তগুলো আমাদের জীবনে অনুপ্রেরনা হয়ে কাজ করে। যেমন একজন মানুষকে যখন তার স্বরনীয় অর্জনের সম্মাননাটুকু দেয়া হয় তখন সে ভালোকাজে আরো একটু এগিয়ে যায়। তবে মানুষের জীবনের সব সময়গুলো একই রকম হয় না। উন্নতি ও পতন দুটোই আছে।তাই মানুষের উচিত তার জীবনের সেরা মুহুর্তগুলোকে স্বরনকরে আত্ববিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলা। তাই এই ধরনের মূহুুর্তগুলো মনে রাখা ভালো।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


How can you create beautiful moments for someone else?


pexels-suraphat-nueaon-933622.jpg
pexels

মানুষ মানুষের জন্যে অনেক কিছু করতে পারে। আমরা যদি আমাদের চারপাশের মানুষদের সমস্যা পর্যবেক্ষন করে তার সমাধানে এগিয়ে আসি ও তার শুভকর্মে তাকে সহায়তা করে তাকে সফলহতে সাহায্য করি তবে সেই সফল হওয়ার মূহুর্তটিও তার জন্যে বিশেষ ও সুন্দর মুহূর্ত। আর আমার কাজ থেকে শিখে সেই মানুষটিও অন্যকোনো মানুষের জীবনের সফলতায় তাকে সহযোগীতা করতে অনুপ্রানীত হবে। তাই একে অন্যের সহযোগীতার মাধ্যমে আমরা অন্য কারো জন্য সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমি আমন্ত্রন জানাচ্ছি @memamun & @hasina78 & @jannatmou কে অংশগ্রহন করার জন্য।

আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার বেষ্ট মোমেন্ট পড়ে আমার বিয়ের দিন আমার হাসবেন্ডের ঝামেলার কথা মনে পরে গেলো। তার বোন কে মানিয়ে তাকে নিয়ে আসতে বেচারাকে বিয়ের দিন সকালে সাভার যেতে হয়েছিলো। সব দিক তাকেই দেখতে হয়েছিলো। আপনারা ছেলেদের ফেমিলি বিয়ের দিনই এতো ঝামেলা করে কেন বলেন তো ভাই?

 last year 

I dont know .But Its Truth .Thanks for a real life based comment.

Hello my dear friend @aparajitoalamin

Many thanks for mentioned me
Wrote a wonderful diary. Which people can do many things for people. Two vowed to be together in love and started a new life. Still going through the day like that. I always wish you the best. Good luck with this contest.
best regard @jannatmou

 last year 

Oh! Thank You Apu.

 last year 

This is a true articles. Thank you for sharing this to us here.

Loading...
 last year 

আপনার লেখা পড়ে অনেক কিছু মনে পড়ে গেল. চলার পথে কত কিছুই না ম্যানেজ করে চলতে হয় আশেপাশের মানুষরা যদি সেটা বুঝত পৃথিবীটা আরো বেশি সুন্দর হতো. শুভকামনা আপনার জন্য.

 last year 

ম্যানেজ করতে করতে একটা সময় ক্লান্ত লাগলেও সামনে এগিয়ে যেতে হয়।

we all have beautiful wedding day in our life, this day change our life, way of living, we think positive after wedding , so you shared nice thoughts and feeling about it, thank you very much

 last year 

Thank you. Before marrage and after marrage the maturity level of a man is insane.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14