ভেরি ইনফরমেটিভ general knowledge questions এবং Ansawers
- কোন রংগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় ?
(a) লাল এবং হলুদ (b) সবুজ এবং কালো সাদা (c) (d) নীল গোলাপী এবং কমলা।
Ans- লাল এবং হলুদ রং।
- এই জন্যই বেশির ভাগ রেস্টুরেন্টের লোগো এবং লেখাগুলো লাল এবং হলুদ রঙের হয়।
কাচ কী থেকে তৈরি হয় ?
(a) অ্যালুমিনিয়াম (b) প্লাস্টিক (c) কাঠ (d) বালি।
Ans- বালি।
- কোন দেশের জেল থেকে পালানো অপরাধ না ?
(a) জার্মানি (b) উত্তর কোরিয়া (c) ফিনল্যান্ড, Sঅস্ট্রিয়া।
Ans- জার্মানি। কারণ তারা মনে করে স্বাধীনতা সকলের অধিকার।
(4). খাবার সময় কী করলে সব খাবারের স্বাদ একই মনে হবে ?
(a) কথা বললে (b) নাক বন্ধ করলে (c) চোখ বন্ধ করলে (d) শ্বাস না নিলে।
Ans- নাক বন্ধ করলে।
- কোন গাছ কাটলে গাছ থেকে মানুষের মতো রক্ত বের হয় ?
(a) শোকটা ড্রাগন (b) বট (c) সজনে (d) জাম।
Ans- সোকোটো ড্রাগন।
- কোন দেশে সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষ আছে?
(a) জাপান (b) চিন (c) ভারত (d) রাশিয়া।
Ans- জাপান।
কি খেলে টেনশন দূর হয়?
(a) ডিম (b) দই (c) চকলেট (d) বিস্কুট।
Ans- দই।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কলম কোন দেশে আছে ?
কানাডা, ফ্রান্স, নাইজেরিয়া, ভারত।
Ans - ভারত।
- কোন মাসে শিশু জন্ম নিলে তাঁর ওজন তুলনামূলকভাবে বেশি হয় ?
Ans- (a)January (b) March (c) May (d) April
Ans - May মাসে।
- কাচ পৌঁছতে বা মাটির সঙ্গে মিশতে কত বছর সময় লাগবে ?
(a) একশ বছর (b) 1000 বছর (c) 1,00,000 বছর (d) 10,00,000 বছর।
Ans- 10,00,000 বছর
সো ফ্রেন্ড আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি অনেক কিছু নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পেরেছেন। আরটিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে |