Our Story : Reflection of Society, Part 1 ( আমাদের গল্পঃ সমাজের প্রতিচ্ছবি, প্রথম পর্ব)

in R2cornell3 years ago (edited)

ইচ্ছা কি মনে জন্মায় না মাথায়?
মানুষের মন কোনটা?
হৃদপিণ্ডটা কি মন?

জীববিজ্ঞানের ভাষায় হৃদপিণ্ড একটা অনৈচ্ছিক পেশি। যার গতিবিধির উপর মানুষের কোনো হাত নেই। তাহলে ৩য় প্রশ্নটার উত্তর দাড়ায়, হৃদপিণ্ড মন না। তাহলে মন কোনটা? আচ্ছা বাদ দিন, মনের কথাই যেহেতু এলো,তাহলে মন থেকে একটা গল্প শুনুন।

অবশ্যই, গল্পটা শুনতে আমার জন্মেরও আগের কিছু বিষয় স্মৃতিচারণ করতে হবে। স্মৃতি গুলোও মায়ের কাছ থেকে ধার নেওয়া। মা হয়তো অন্য কারো কাছ থেকে ধার নিয়েছে।

মা বাবার বাড়ি ছিলো সন্দীপ।আমার বাবা মায়ের তখনো বিয়ে হয়নি। বাবা খুব ছোট থাকতে তার মা মারা যায়। বাবা তার মামার বাড়িতে থেকে ক্লাস নাইন ওবদি পড়ালেখা করেছিলেন।

পারিবারিক সমস্যার কারণে আর পড়ালেখা এগোয়নি। এরপর বিভিন্ন কাজ করেছিলোন বিভিন্ন সময়ে।

শুনেছিলাম আমার বাবার দাদু নাকি কবিরাজ ছিলেন। বাবা তার দাদুর সাথে গ্রামে গ্রামে গিয়ে ওষুধ বিক্রি করতেন। সেই সুবাদে বাবাও একটু আধটু কবিরাজি শিখে গিয়েছিল। থাক সেটা অন্য আরেকটি গল্প অন্য দিন বলবো।

তো বাবার ডাক এলো, পরিবারের হাল ধরা দরকার। কাজ নিলেন ট্রলারে। সেখানে প্রায় দুই বছর কাজ করেন। পরে কোনো এত আত্মীয়ের সাথে চট্টগ্রামে আসেন। ওনার অধীনে ধানের খোলায় কাজ করেন। আজ কাল ধানের খোলা তেমন দেখা যায় না। আধুনিকায়ন হয়েছে যা আমরা রাইস মিল বলে চিনি।
কাজ করতে করতে এক সময় বাবা নিজেই ব্যবসা শুরু করে। পরিশ্রম করে অনেক টাকা রোজগার করে উত্তর চট্টগ্রাম কিছু জায়গা নেয় যেখানে আজ আমরা বসবাস করি।

চলবে.....

In English

In the language of biology, the heart is an involuntary muscle. Man has no hand over his movements. Then the answer to the 3rd question is, the heart is not the mind. So what is the mind? Well, leave it at that, since the word of the mind came, then listen to a story from the mind.

Of course, to hear the story, I have to remember some things even before I was born. Memories are also borrowed from the mother. Mom may have borrowed from someone else.

My parents' house was Sandeep. My parents are not married yet. His mother died when his father was very young. Dad studied Class Nine Obadi from his uncle's house. Due to family problems, he did not continue his studies. Then he did different things at different times.

I heard that my father's grandfather was Kabiraj. Dad used to go to the village with his grandfather to sell medicine. In that respect, my father also learned a little poetry. I'll tell you another story another day.

So the father's call came, the family needs to take the helm. He took a job in a ship. Worked there for about two years. Later he came to Chittagong with so many relatives. Under him he worked in the paddy field. Today, paddy is not open. There has been modernization of what we know as rice mills.

At one point while working, my father started his own business. After earning a lot of money through hard work, North Chittagong takes some places where we live today.

To be continue...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67538.43
ETH 3518.61
USDT 1.00
SBD 2.81