আমি আজ আপনাদের মজাদার চিকেন ফ্রাই বানিয়ে দেখাব।steemCreated with Sketch.

in SteemFoods4 years ago

চলুন চিকেন ফ্রাই রান্না করি।

চিকেন ফ্রাই নামটা শুনলেই যেন জিভেজল চলে আসে। এই খাবারটি পছন্দ করে কম বেশি সবাই। আর চিকেন ফ্রাইটা যদি আমারা বাসাতেই বানাই তাহলে এই খাবারটি হবে আরো সুস্থাদু ও সাস্থকর।
আপনি চাইলে বাসাতেই বানাতে পারেন।
আমি আপনাদের সাথে আমার আজকের এই রেসেপিটা সেয়ার করছি। কিভাবে এটি আপনি সহজে বাসায় বানাতে পারবেন তা বলে দিচ্ছি।
আমি ১ টি মুরগিদিয়ে ৪ টুকরা করেছি।
আর বারতি এক টুকরা নিয়েছি কারন আমার পরিবারে মানুষ ৫ জন ছিল।

20201118_133746-01.jpeg

আমি ১ টি মুরগিতে কি কি লাগবে তার অনুপাত বলে দিচ্ছি।

উপাদান : এটি তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে:

১: একটি মুরগি
২: ১ চা চামচ কাচা মরিচ বাটা
৩: ১ চামচ লাল গুড়া মরিচ
৪: আধা চামচ হলুদ গুড়া
৫: গোলমরিচ ৪/৫ টা
৬: ২ টা পেয়াজ, ১ টা ছোট রসুন, ২ টা লবঙ্গ, ২ টা এলাচ, ১ টুকরা ছোট দারুচিনি, সামান্য জায়ফল ও জয়োত্রি নিয়ে বেটে নিতে হবে।
৭: পরিমান মতো লবন
৮: সিরকা / একটি লেবুর রস
৯: সয়া সস ২ চা চামচ
১০: চাট মসলা
১১: ভাজার জন্য সয়াবিন তেল

প্রস্তুত প্রণালি :

প্রথমে মাংসের টুকরাগোলো ভালো ভাবে ধুয়ে নিয়ে তা একটু চিড়ে নিতে হবে যেন মসলাটা ভিতরে যায়। তারপর চাট মসলা ছাড়া অন্য সকল মসলা মিশিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। ভালোভাবে মাখানো হলে একটা বক্সে করে মাংসের টুকরাগোলো ফ্রিজের নর্মালে রেখে দিতে হবে ২/৩ ঘন্টার জন্য।

20201124_151702.jpg

তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে তার উপর ১ চামচ চাট মসলা দিয়ে মাখিয়ে নিতে হবে।
তারপর ফ্রাইপেনে তেল দিয়ে মাঝারি আচে মাংসের টুকরাগোলো ভেজে নিতে হবে। ফ্রাইপেনের ঢাকনা দিয়ে দিতে হবে, ঢাকনা সরিয়ে কিছু ক্ষন পর উল্টে দিতে হবে। ফ্রাইপেনের ঢাকনার ছিদ্র কটন,বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে।

20201118_134147.jpg

20201124_151733.jpg

20201124_151752.jpg

20201124_151815.jpg

ভালোভাবে ভাজা হলে নামিয়ে নিন।

তারপর আপনার ইচ্চমতো পরিবেশন করুন পরোটা, নান রুটু,খিচুড়ির সাথে। আপনার পছন্দের খাবারের সাথে। চিকেন ফ্রাই আমি সাধারণত ভাতের সাথে খেতে বেশি পছন্দ করি । এই খাবারটি আমার অত্যন্ত প্রিয়। আমি মাঝেমধ্যে এই খাবারটি খাই। বিশেষ করে যেদিন আকাশ মেঘলা থাকে ,বাইরে প্রচন্ড বৃষ্টি হয় ,সেদিন খিচুড়ির সাথে চিকেন ফ্রাই থাকলে আমার সেই দিনটি অনেক ভাল কাটে। আশা করি আপনারা এটি বাড়িতে প্রস্তুত করতে পারবেন। আপনাদের অনেক ভালো লাগবে।

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi @nusrat-akhi your post has been upvoted by @steem-bangladesh courtesy of @nahidhasan23

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

 4 years ago 

ওহে :

আপনি স্টিমেফুডস সম্প্রদায়টিতে আপনার প্রথম পোস্ট ভাগ করেছেন, অভিনন্দন! :)

কীভাবে পেঁয়াজ + রসুন + মশলা দিয়ে সুস্বাদু মুরগির ফ্রাই তৈরি করা যায় সে জন্য স্টিফুডস সম্প্রদায়ে ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্টিফফুডস সম্প্রদায় হিসাবে, আমরা আপনাকে আরও ভালভাবে জানতে চাই। যদি আপনি আপনার প্রচার পোস্টটি # স্টিমফুডস-পরিচিতি ট্যাগের সাথে ভাগ করেন তবে আমরা ভাল ভোট দিতে পারি। আপনি আমাদের প্রচারমূলক পোস্টে খাবার এবং রান্নার প্রতি আপনার আগ্রহ, আপনার বয়স, পেশা এবং অন্যান্য তথ্য আমাদের সাথে ভাগ করে নিলে দুর্দান্ত হবে। আমি 26.11.2020 এ -steemcurator06 অ্যাকাউন্ট ব্যবহার করে এই পোস্টে সমর্থন করব।

আপনি আমার পোস্টে কমেন্ট করেছেন। আমি খুব খুশি হয়েছি। প্রচার পোস্ট কোথায় পাব ?

I've not get any support

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67