||আকাশের কিছু অসাধারণ ফটোগ্রাফি||

in Beauty of Creativity3 months ago

Assalamu Alaikum


কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা প্রকৃতি কে না ভালোবাসে! তেমনি এক প্রকৃতি প্রেমিক আমি নিজেও। আমি সবসময়ই বাহিরে হাটাহাটি করতে পছন্দ করি আমার অবসর সময়ে। বিশেষ করে আমি সব থেকে বেশি পছন্দ করি বিকেল বেলা বাহিরে হাটাহাটি করতে। আর আমি যখন বাহিরে হাটাহাটি করি তখন প্রায় সময়েই প্রকৃতি নানান রূপ ধারণ করে থাকে। মাঝে মাঝে আকাশকে দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করে। আর তখনই আমি সেই ভালো লাগা গুলোকে আমার ক্যামেরা বন্দী করে রাখি যা আমার একটি পছন্দের কাজ। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার হাতে তোলা কিছু তেমনি ছবি শেয়ার করতে যাচ্ছি, আমি আশা করি আপনাদেরও আমার ছবিগুলো ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক-
1.IMG_20241202_141217.jpg
2.IMG_20241202_141336.jpg
3.IMG_20241202_141157.jpg
4.IMG_20241202_141232.jpg
5.IMG_20241202_141257.jpg
6.IMG_20241202_141247.jpg
7.IMG_20241202_141316.jpg

Thank You


Sort:  
 3 months ago 

বেশ ভালোভাবে গুছিয়ে আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করেন। আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। প্রতিনিয়ত এভাবে শেয়ার করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

Thank you so much apu.....

 3 months ago 

হুম আমিও প্রকৃতিকে ভালোবাসি।

 3 months ago 

হ্যা, আমি আপনার একাউন্ট এর ছবিগুলো দেখলাম, আপনি কতটা প্রকৃতি প্রেমিক আমার মতো তা আপনার ছবিগুলোতেই প্রকাশ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66