জীবন যেখানে যেরকম : তাল বাগান থেকে তাল কাঠ সংগ্রহ করার মুহূর্ত
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে কাঠ সংগ্রহের কিছু দৃশ্য শেয়ার করবো আশা করি সবাই উপভোগ করবেন।
জীবন যেখানে যেরকম। পাঁচ বছর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার খাড়গ্রামে বসাবস করছি। একদম গ্রামের পরিষেবা রয়েছে। এখানে একটু কষ্ট করতে পারলে খড়, কাঠ সংগ্রহ করার সুবিধা রয়েছে। এই সমস্ত সুবিধা থাকার জন্য আমরা গ্যাস নেই নি। কাঠে রান্নাবান্না করা হয়। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে প্রচুর তাল গাছ রয়েছে। আমরা সেই তাল বাগান থেকে কাঁচা তাল ও পাকা তাল সংগ্রহ করি। এছাড়া ও জ্বালানির জন্য আমরা তাল বাগানে কাঠ সংগ্রহ করতে যাই। ওই তাল বাগানের তাল গাছ থেকে তালের পাতা, ডাগো, কাঠ সংগ্রহ করি। কয়েকদিন আগেও বাবা এবং আমিও গিয়েছিলাম তাল বাগানে। সেখানে জ্বালানির জন্য তাল কাঠ সংগ্রহ করেছিলাম। তাল কাঠে করাতের মতো ধার থাকে খুব সাবধানে কাটতে হয় না হলে কেটে যাওয়ার সম্ভবনা থাকে। অনেক সাবধানতা সত্ত্বেও বেশ কিছু জায়গায় আমাদের কেটে গেছিলো। বাবা বেশিরভাগ সময় কাঠ সংগ্রহ করছিলো আমিও ওই কাঠ সাইকেল করে বয়ে নিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম। আমি ওই সময় কিছু ছবি আমার ফোনে ক্যামেরা বন্দি করেছিলাম। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আমরাও কষ্টের মধ্যে জ্বালানির প্রয়োজনে অনেক উপভোগ করে কাঠ সংগ্রহ করেছিলাম।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy