আজ মেমারি শহরের পাইকারি সবজি বাজারে সবজি ক্রয় ও বিক্রয় তার সঙ্গে সারাদিনের কার্যপ্রনালি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আমার সারাদিনের কাজ আপনাদের মাঝে শেয়ার করবো। যেভাবে আজ আমি গোটা দিনটা কাটিয়েছিলাম এবং বিরাট পাইকারি সবজি বাজার পরিদর্শন করেছিলাম এবং আমার কিছু সবজিও সেই বাজারে বিক্রি করেছিলাম। আশা করি সবাই খুব উপভোগ করবেন।চলো শুরু করি।
আজ সবজি বিক্রি করতে যাওয়ার কারণে, অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হওয়ার পর সবজি নিয়ে আমাদের পালসিট স্টেশনে পৌঁছায় এবং আমার সাইকেল গেরেজে রেখে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপর ট্রেন ধরে মেমারি স্টেশনে নেমে কিছুটা পথ হেঁটে মেমারি বিরাট পাইকারি সবজি বাজারে পৌঁছায়। সেখানে আমার কিছু সবজি বিক্রি করে এবং ১০ কেজি কচুর মুখী কিনে আমি মেমারি মাছ বাজার থেকে ৫০০ গ্রাম চিংড়ি মাছ কিনে আবার মেমারি স্টেশনে চলে আসি এবং আমার পালসিট স্টেশনে ট্রেনের দ্বারা এসে আমার সাইকেল গেরেজ থেকে নিয়ে সাইকেল দ্বারা বাড়ি পৌঁছায়।
বাড়িতে পৌঁছানোর পর সকালের খাবার খেয়েছিলাম। সকালের জল খাবার হিসাবে পাকা তালের বিচির লুচি খেয়েছিলাম। আমার বোন তৈরি করেছিল। লুচি গুলি খুবই সুস্বাদু হয়েছিলো এবং আমরা সবাই খুবই উপভোগ করেছিলাম।তারপর এক ঘন্টা পড়াশুনা করার পর আমি সকালের খাবার আলু ভর্তা এবং বরবটি ভাজি। আমি কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি পাকা তালের বিচি সংগ্রহ করেছিলাম।পাকা তালের বিচি কেটে আমরা পাকা তালের শাস সংগ্রহ করেছিলাম এবং তারপর পাকা তালের বিচির শাস খেয়েছিলাম।আমি এক ঘন্টা পড়াশুনা করেছিলাম। আমি আমাদের কলা বাগানে পরিদর্শন করে কলার মোচা সংগ্রহ করেছিলাম।তারপর আবহাওয়ার খবর দেখেছিলাম এবং আমি স্নান করেছিলাম।
আমি দুপুরের খাবার খেয়েছিলাম এবং আজ দুপুরের খাবারের মেনু ছিলো কঁচুর মুখীর তরকারি চিংড়ি মাছ দিয়ে এবং কৈ মাছ ভাজি।দুপুরের খাবার পর কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি এক ঘন্টা পড়াশুনা করেছিলাম। তারপর আমি পোষা বিড়ালদের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। তারপর পাকা তালের বিচির শাস খেয়েছিলাম। তারপর বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আছি। এভাবেই আমি সারাদিন পার করেছিলাম আশা করি আমার ডায়েরি গেমটি সকলে পছন্দ করবেন।
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1855560291117109487
The angle of your photography is amazing. The more I see the more impressed I am—best wishes to you.