পেন্সিল আর্ট:-) একটি বিড়ালের দৃশ্য আর্ট।।
আর্ট আমার একটা মনের নেশা। স্টিমিট এ যুক্ত হওয়ার আগে থেকেই আমি আর্ট করতাম কিন্তু মাঝখানের দু'বছর কোন আর্ট এর সাথে যুক্ত থাকতে পারেনি কারণ চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর্ট করার সময় খুঁজেই পাইনি। আর তাছাড়াও আমার আর্ট গুলির কোন প্রায়োরিটি পাইনি কোথাও। কিন্তু এখন স্টিমিট এ যুক্ত হতে পেরে আমি নিজে অনেক গর্বিত। বর্তমান চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাসায় বর্তমান বেকার রয়েছি তাই প্রতিদিন একটি করে পেন্সিল আর্ট করবই। আর সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। চেষ্টা করব সর্বদা ইউনিক আর্ট গুলো করার জন্য। মন খারাপ থাকলে আর্ট করা এটা যেন একটা মনের দারুণ ইচ্ছা শক্তি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পেন্সিল আর্ট। আমি সাধারণত পেন্সিল আর্ট গুলোতে কালার করি না। কারণ কালার ছাড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনাদের ভালো লাগলে আরো দারুন ভাবে আর্ট করার চেষ্টা করব। চলুন বন্ধুরা আমার আর্ট এর প্রসেস গুলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক।আজকের আর্ট টি একটু তাড়াতাড়ি করতে বসলাম কারণ সময় একটু সংক্ষেপ।
•একটি সাদা পেপার
•পেন্সিল, রাবার
প্রথমে সাদা পেজের উপর বিড়ালের নাক এবং চোখ এর দৃশ্য একে নিব।
এখন চোখের মধ্যে গাঢ় করে কালি করে নিব এবং মুখ একে নিব।
এখন কান সহ বিড়ালের চেহারার অবয়বটি দিব। আর গলার দিকে একটু কালি করে দিব। উপরে দেখানো ফটোগ্রাফিটির মত করে।
এখন কপালের দিকে পেন্সিলের গুড়া দিয়ে টিস্যু দিয়ে একটু ঘষে দিব। যেন দেখতে একটু কালো বর্ণের হয়।
এখন বিড়ালের মোচ বানিয়ে দিব।
এখন বিড়ালের শরীরে একটু ডোরা কেটে দিব। তারপর বিড়ালের পুরো আরটির মধ্যে একটু গাঢ় করে কালি করে দিব।
এখন আর্ট টির নিচে নিজের সাইন দিবো।তাহলেই আর্ট টি সম্পূর্ণ হলো।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
A beautiful work of painting,