স্বরচিত কবিতার নাম " মায়ের কল্পনায়" || সেলিনা সাথী
সেলিনা সাথী
স্বপ্নে তোকে প্রতিদিনি'ই
করছি আমি লালন
স্নেহ মাখা মায়া মমতায়
করছি তোকে পালন।
তুই ছাড়া যে কোন কিছু
ভাবতে পারিনা
রাজকন্যা তুই যে আমার
রুপে অনন্যা।
সোনা মনি তুই যে আমার
সাত রাজার ধন
কাছে পেতে ব্যাকুল হৃদয়
আকুল অবুঝ মন।
দিবা নিশি ভাবনা জুড়ে
আছিস কল্পনায়,
মন মাঝারে এঁকে রেখেছি
শত আল্পনায়।
গোল গাল চেহারা যে তোর
তুলতুলে ঐ গাল
আদুরে তোর ঠোঁট দুটি মা
কি সুন্দর লাল।
বাবার চোখের মনি যে তুই
থাকবি চিরকাল
চুমু দিয়ে ভরিয়ে দিবি
বাবার দুটি গাল।
তুলতুলে ঐ হাতের ছোঁয়া
দিবি আমার গায়
আর কতদিন লুকিয়ে রবি
মায়ের কল্পনায়।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
Kub sundor hoyse.
thanks a lot
Aunty, the poem has been very beautiful...
অসংখ্য ধন্যবাদ