Boc-general writing post ||| সে যুগ এবং এ যুগ ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই ভাল কেমন আছেন? আশা করি এই শীতের মধ্যে,শীতের আমেজ নিয়ে,পরিবারকে নিয়ে অনেক সুন্দর আছেন ও সুস্থ আছেন।আমি আপনাদের ভালোবাসায় ও দোয়াই ভালো আছি পরিবারসহ।
আমি প্রতিনিয়ত চিন্তা করি Beauty of Creativity কমিউনিটিতে পোস্ট করার। আর তারই ধারাবাহিকতায় আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।জানিনা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে আমি চেষ্টা করে যাচ্ছি নতুন এবং ইউনিক কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি যার নাম "সে যুগ এবং এ যুগ"।চলুন আর কথা না বাড়িয়ে আমার জেনারেল রাইটিংটিতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
আজকের সন্ধ্যার পরে বাচ্চাদের পড়াশোনা করানোর পরে চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু সে যুগের কিছু খেলা খেলি।কিন্তু আমার বাচ্চারা সে যুগের কোন খেলা খেলতেই রাজি হচ্ছিল না।আমি বাচ্চাদের বললাম যে চোর ডাকাত পুলিশ খেলবো এবং তাদের খেলার জন্য সবকিছু সরঞ্জামাদি রেডি করলাম কিন্তু সেই খেলাটি দেখে তারা বলছে না আম্মু আমরা এই খেলা খেলবো না কারণ আমরা ফোন দেখব।তখন মনটি অনেক খারাপ হয়ে গেল কারণ অনেকদিন পর সেই ছোটবেলার খেলাটি বাচ্চাদের নিয়ে খেলতে চাইলাম কিন্তু আমার বাচ্চারা সেই খেলা খেলতে বাচ্চারা রাজি হলো না।
এই বিষয়টা আমাকে অনেকে বেশি চিন্তিত করল এবং কিছুক্ষণ টেবিলে বসে থাকলাম ও ভাবলাম যে আসলে সে যুগ এবং এ যুগের মধ্যে কত পার্থক্য।সে যুগে আমরা একটু বৃষ্টি বা একটু অবসর সময় পেলে এ ধরনের খেলা নিয়ে কতই না ব্যস্ত থাকতাম এবং কত আনন্দ করতাম। এখনকার যুগের বাচ্চারা ফোন ছাড়া বিকল্প আর কোন কিছুর মধ্যে আসক্তি নেই। তাদের শুধু ফোন আর ফোন এজন্যই তো বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ নেই, পড়াশোনার প্রতি আগ্রহ নেই, নাই তাদের শারীরিক সুস্থতা এবং সুটম দেহের অধিকারী।তাই সব সময় বাচ্চাদের খাবারের জন্য পিছে পিছে ঘুরতে হয় এবং বারবার বলতে হয় এটা খাও সেটা খাও তারপরও বাচ্চারা খেতে চায় না।খেলার প্রতি বেশি আকৃষ্ট থাকতো তাহলে তাদের খাওয়ার প্রতি অনেক বেশি চাহিদা থাকতো এবং শরীরের গঠনটাও পরিবর্তন হতো।
আমার কাছে মনে হলো সে যুগ এবং এ যুগের মধ্যে কত পার্থক্য।আমরা ছোটবেলায় সব সময় খেলাধুলার প্রতি বেশি আকৃষ্ট থাকতাম খেলাধুলা করতে যেতে না পারলে বাসায় কত কান্নাকাটি করতাম। আর এখন বাচ্চারা খেলাধুলার কথা বললে বলে যে না আমি যাব না ফোনটা দাও আমি ফোন নিয়ে খেলা করব আমার ঘুরতে ভালো লাগে না।
তাই পরিশেষে একটি কথাই বলব সেটি হল পরিবারের বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া উচিত এবং বেশি বেশি তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করা দরকার।এতে বাচ্চাদের মন-মানসিকতা চেঞ্জ হবে এবং তাদের শারীরিক গঠনেও পরিবর্তন হবে ও খাবারের প্রতি অনেক আগ্রহ বেড়ে যাবে।
center>আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।