বোগেনভিলিয়া ফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity
আজকে অনেক দিন পরে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বোগেনভেলিয়া ফুলের ছবি নিয়ে। এই ফুলটা দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। কোথাও কোথাও এটা গেট ফুল আবার কোথাও বা বাগানবিলাস নামে পরিচিত।
এই ফুলের গাছ তীব্র রোদ পছন্দ করে। খুব বেশি পানিও অবশ্য পছন্দ করে না। তাই ফুল পেতে হলে এই গাছকে অবশ্যই রোদের মাঝে রাখতে হবে।
সাদা ,হলুদ ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুল। এই ফুলের গাছ আকারে অনেক বড়ো হলেও এই গাছের বনসাই খুব চমৎকার হয়ে থাকে। তাই চাইলে আপনি এর বনসাইও করতে পারবেন।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
X promotional link
https://x.com/SayeedaSul40871/status/1867928208685109571
ভালো কিছু করতে গেলে সব সময় ধৈর্য ধরে করতে হয়। আর ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। কারণ আমার মনে হয় ফটোগ্রাফি এক ধরনের আর্ট। তাই আপনার ফটোগ্রাফি গুলো আজকে বেশ ভালো লাগলো আমার কাছে।
This photograph touched my heart. I am impressed by your photography work.