Ornamental Aquarium Fishes ।। BOC ।। 07/06/2022 ।। 10% Beneficial To @beautycreativity.
রঙিন মাছ পছন্দ করেননা এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমাদের যাদের ঘরে Aquarium রয়েছে তারা জানি যে এই মাছ গুলো কিভাবে তাদের বিভিন্ন মুভমেন্ট দিয়ে আমাদের মন ভালো রাখে। আমাদের নিজের ঘরেও একটা বড় aquarium রয়েছে। তবে আজকের ফটোগুলো অন্য জায়গা থেকে তোলা। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই আপনারা ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।
প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।
আজকের টপিকস টা একটু আলাদা। আমার @boc গ্রুপে এর আগে আমি কাউকে ornamental fish নিয়ে কোনো পোস্ট দেখিনি। তাই মনে হলো নতুন কিছু share করা যাক।
কিছুদিন আগে আমি একটা খুব গুরত্বপূর্ণ কাজে কলকাতার বাইরে যাই। এবং ফিরে আসার জন্য আমার তিন দিন লেগে যায়। আমি যে অফিস গেছিলাম সেই অফিস এর একটা বড়ো অংশ জুড়ে সাজানো ছিল অ্যাকুয়ারিয়াম দিয়ে এবং তার মধ্যে সাজানো ছিল রং বেরঙ এর ornamental fish যা সবার দৃষ্টি আকর্ষণ করছিল। চলুন তাহলে বেশি কথা না বলে কিছু ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।
Camera: Samsung.
Model:M31s.
আজকের পর্বটা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
রঙিন রঙিন মাছ গুলো দেখতে খুবই ভালো লাগছে I বিভিন্ন প্রকার রঙিন রঙিন মাছ দেখতে পেরে খুশি হলাম I আজকের তোলা আপনার রঙিন মাছ গুলোর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে I
Thank you for this comment, brothet
Thank you for your comment
Wow. It’s look so beautiful. The fish is really so beautiful.
Extraordinary colorful fish photography. The fish are very beautiful. Great photography of colorful fish. Good luck to you.
Thank you so much
I like to see ornamental fish in an aquarium like this,
Thank you for your comment, brother.