নমনীয় হওয়াই উত্তম

in Beauty of Creativity5 months ago

woman-591576_1280.jpg

Source

মানুষের জীবনে এমন এমন ঘটনা ঘটে যায় যা দেখে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে নেয়। আমি এতদিন অনেক জায়গায় অনেক রকমের ঘটনা দেখেছি, সেসব ঘটনায় তর্ক বিতর্কের কারণেই প্রচন্ড ঝামেলা বেঁধে যায়। কোন এক জায়গায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেখানে একজন মানুষের দায় থাকে না। প্রত্যেকেরই কমবেশি ভুল থাকে, সেই কারণে ঝামেলা হয়ে থাকে। এক্ষেত্রে যদি একজন চুপ থাকতে পারে তাহলে কিন্তু চাইলে সমস্যাটার সমাধান হতে পারে। কিন্তু কোন ক্ষেত্রে ঝামেলা হলে সবাই বেশ উত্তেজিত হয়ে যায়। এইজন্য ঝামেলা আরও বাড়তেই থাকে। স্কুলের বন্ধুদের সাথে , কলেজের বন্ধুদের সাথে, অফিসের কলিগের সাথে, রাস্তায় চলার সময় পাশের লোকের সাথে অনেক ঘটনাই ঘটে যার ফলে ঝামেলা সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে ভুল যারাই থাক, একপক্ষ থেকে যদি সরি বলে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোন সমস্যা বড় আকার ধারণ করে না। এখনকার সমাজের মানুষ দেখি ঝামেলা করার জন্য উঠে পড়ে লেগে থাকে। হঠাৎ কোন কিছু হলেই সবাই বেশি উত্তেজিত হয়ে যায়। সেই কারণেই সিচুয়েশনগুলো আরও খারাপ হয়ে যায়। এসব ক্ষেত্রে আমাদের নমনীয়তা দেখাতে হবে। সবাই যদি একটু নমনীয় হয়ে যায় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা গুলো আমরা এড়িয়ে চলতে পারবো।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 89431.87
ETH 2226.61
SBD 0.84