তৃপ্তি।।
তৃপ্তি এই শব্দটা আসলেই মধুর। মানুষ বিভিন্নভাবেই তৃপ্তি লাভ করতে পারে। কেউ বিনোদনের মাধ্যমে তৃপ্তি লাভ করতে পারে, কেউ ভালো খাবার খাওয়ার মাধ্যমে তৃপ্তি লাভ করতে পারে, কেউ অন্যকে সাহায্য করে তৃপ্তি লাভ করতে পারে। এরকম শত শত উপায় আমাদের সমাজে রয়েছে যার মাধ্যমে তৃপ্তি লাভ করা যেতে পারে। তবে আজ আমার তৃপ্তি লাভ হলো, একটা বৃদ্ধ মানুষকে খাইয়ে। আসলে আজকে দুপুরে আমি একটু বাইরে গেছিলাম। বাইরে থেকে বাড়ি ফেরার পথে মিষ্টির দোকানে গেছিলাম কিছু মিষ্টি কেনার জন্য। আমি মিষ্টি কেনার সময় দেখি, একটা বৃদ্ধ মহিলা এসে কিছু মিষ্টি খেতে চাইলো আমার কাছে। আমি তাকে তার পছন্দমত একটি মিষ্টি কিনে দিলাম। তারপর সে আরও তিন থেকে চার রকমের মিষ্টি দাবী করলো আমার কাছে আমার মিষ্টি কেনা দেখে। তারপর তাকে সেখানে দাঁড়িয়ে সে যে কয়েক প্রকার মিষ্টি পছন্দ করলো সেখানে দাঁড়িয়ে তাকে খাওয়ালাম। তারপর তার একটা স্মাইল দেখতে পেলাম। বৃদ্ধ মানুষের স্মাইলটা স্বাভাবিকভাবেই আমার অনেক ভালো লেগেছিল। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, পরিবার সমাজ থেকে অনেক অবহেলা শিকার হয়। এই ব্যাপারটা কিন্তু অনেক ঘটে আমাদের সমাজে। এই মহিলা হয়তো সেরকম কোন পরিবারের শিকার। এজন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় কিছু সাহায্যের জন্য।আজ আমার কাছে এসেছিল সাহায্যের জন্য। আমার যা সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাকে খাইয়ে সাহায্য করেছিলাম। আর এর মাধ্যমে তৃপ্তি আমার লাভ হয়েছিল। এভাবে আমরা ছোট ছোট সাহায্যের মাধ্যমে যেমন মানুষের উপকার করতে পারি, আর তার উপকারের দ্বারা আমরা নিজেদের মধ্যেও তৃপ্তি অনুভব করতে পারি, এতোটুকুই শেয়ার করার ছিল আজকে।
Nice writing