চোর হইতে সাবধান!

in Beauty of Creativity5 months ago

stealing-294489_1280.webp

Source

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে সচেতন মূলক কিছু কথা তোমাদের সাথে আসলে শেয়ার করবো। বর্তমানে আমাদের এখানে পুজোর সময় শুরু হয়ে গেছে। আর এই সময়টাতে আমাদের এইখানে একটু চোরের উপদ্রব দেখা যায়। আসলে মানুষ পুজোর কেনাকাটা করার জন্য বাইরে যায়। আর সেই সুযোগে চোরেরা এসে বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। আর এই পুজোর সময়টাতে একটু চোরদেরও টাকা পয়সা ইনকামের প্রয়োজন পড়ে। সেজন্য তারা মূলত এই কাজগুলো করে থাকে। তবে তাদের চিন্তা করে আমাদের জিনিসগুলো তো আর চোরের হাতে তুলে দিতে পারি না। যাইহোক, গতকালকে আমাদের বাড়িতে ছোট্ট একটি চুরির ঘটনা ঘটেছে। তবে আমরা গত কালকে শপিংকে বা অন্য কোন জায়গায় যাইনি। গেছিলাম পাশে থাকা কাকুদের বাড়িতে। সেখানে আমাদের আসলে ছোট একটা নিমন্ত্রণ ছিল। সেখানে খাওয়া-দাওয়ার উদ্দেশ্যেই বাড়ির সবাই মিলে গেছিলাম। তারপর বাড়ি এসে দেখি কয়েকটি জামা কাপড় চুরি হয়ে গেছে বাড়ি থেকে। আসলে জানালার পাশে সেই জামা কাপড়গুলো রাখা ছিল। চোরেরা ঘরের ভিতর না ঢুকলেও সেই জানালা দিয়ে জামা কাপড় গুলো চুরি করে নিয়ে গেছে। এটা দেখে তো কিছুটা অবাকও হয়েছিলাম। তাই এই সময় সবাইকে বলবো বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে জালনা দরজা ভালো করে দিয়ে বেরোতে। আর এই সময় যেহেতু চোরের উপদ্রব বাড়বে তাই সবাই এই চোরের হাত থেকে সাবধানতা অবলম্বন করবে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 90813.06
ETH 2255.77
SBD 0.84