পোশাকের চাহিদা ।।

in Beauty of Creativity5 months ago

rose-7228242_1280.jpg

Source

বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমরা সাধারণত নতুন পোশাক কিনে থাকি, এটা স্বাভাবিক ঘটনা। তবে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন ধরনের ড্রেস চাই। এই ব্যাপারটা একটু চিন্তা জনক কারণ এই অতিরিক্ত পোশাকের চাহিদার কারণে আমাদের পরিবেশ কিন্তু অনেক দূষিত হয়ে থাকে। তাছাড়া অপ্রয়োজনেও আমরা এই ড্রেস কিনে থাকি। আগে একটা মানুষ গড়ে হয়তো বছরই দুই তিনটা ড্রেস কিনতো। এখন সেই হিসাব করলে দেখা যায় গড়ে প্রতিজন দশ-বারোটার উপরে ড্রেস কিনে থাকে। এত গুণ বেড়ে যাওয়ার কারণে আমাদের যেমন আর্থিকভাবে অনেক টাকা লস হয় তেমন ভাবে তা আমাদের পরিবেশের জন্য ভালো না। কারণ এই পোশাক শিল্পের কারণে প্রচুর পরিমাণে জলের অপচয় হয় আর পরিবেশ দূষিত হয়ে থাকে। মানুষ প্রয়োজনে ড্রেস কিনে সেই ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এখন মানুষ শো অফ করার জন্য সাধারণত ড্রেস কিনে থাকে। নিত্য নতুন ড্রেস একজন আরেকজনকে দেখানোর যে টেন্ডেন্সি সেটা দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন বছরে আমাদেরকে একটা করে ড্রেস কিনে দেওয়া হতো। আর এখন আমরা বছরে চার থেকে পাঁচটা কিনি। এই ব্যাপারটাও যথেষ্ট বেশি। তবে এই ব্যাপারটার প্রতি বর্তমানে একটু সচেতন হওয়া ধরেছি।তাই পোশাক কেনার ব্যাপারটা কমিয়ে দিয়েছি। আসলে এই অতিরিক্ত পোশাক কেনা কিন্তু আমাদের মনে শান্তি দিতে পারে না বা কোন ভালো কিছু আনতে পারে না। এই অতিরিক্ত পোশাকের চাহিদা থেকে বেরিয়ে আসা আমাদের উচিৎ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 90813.06
ETH 2255.77
SBD 0.84