বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে মনটা একটু খারাপ আছে। তাছাড়া বিগত কয়েকদিন ধরেও কাজের চাপ ছিল। তাই নিয়মিত পোস্ট শেয়ার করতে পারছিলাম না। আজকে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। আসলে অনেক দিন আগে আমি ব্যারাকপুর নামক একটি স্টেশনে গেছিলাম। সেখান থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই তুলে ধরবো এই পোস্টে। ব্যারাকপুর রেলওয়ে স্টেশন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে অবস্থিত। আমাদের এখান থেকে ট্রেনে করেও সেখানে যাওয়া যায়। তবে সরাসরি মাত্র দুটো ট্রেন রয়েছে সেখানে যাওয়ার। তাছাড়া আমাদের এখান থেকে দমদম স্টেশন হয়েও যাওয়া যায়। সে ক্ষেত্রে অনেক ট্রেন পাওয়া যায়।তবে দুইবার ট্রেন চেঞ্জ করতে হয় দেখে এইভাবে তেমন একটা যাওয়া হয় না। আর ব্যারাকপুরে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে অটো করে তারপর বাসে করে আসলে সেখানে পৌঁছাই। এটাই আমাদের জন্য আসলে একটু সুবিধে হয় তখন। যাইহোক, বেশ কিছুদিন আগে বর্ষার কোন একটা দিনে আমি এখানে গেছিলাম। আসলে এখানে গেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আমার আরও কিছু বন্ধুর এই স্টেশনের কাছেই আসার কথা ছিল। যাইহোক, সেখানে আগে আমি পৌঁছে যাই। এইখানে আগে পৌঁছে প্রথমে রেলওয়ে স্টেশনের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেখানে একটু ঘোরাঘুরি করি। তারপরে স্টেশনের আশেপাশ থেকে কিছু ফটোগ্রাফি করে নেই। সেগুলোই শেয়ার করেছি এখানে।
পোস্ট বিবরণ
catagory | photoprahy |
device | Samsung Galaxy M31s |
photographer | @ronggin |
location | Near Barrackpore station, West Bengal |
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।
🌷🌷 সমাপ্ত 🌷🌷