বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ত্রিফলা কিনতে যাওয়া নিয়ে কিছু কথা শেয়ার করবো। তোমরা সবাই জানো যে, ত্রিফলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই ত্রিফলা হলো তিনটি ফলের সমন্বয়ে তৈরি করা একটি খাদ্য যা স্বাস্থ্যের বিভিন্ন দিকে কাজ করে। অর্থাৎ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই ত্রিফলার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ত্রিফলা খাওয়ার অনেক নিয়ম রয়েছে। সকালে খেলে একরকম কাজ করে রাতে খেলে আরেক রকম কাজ করে। যাইহোক, এত বিস্তারিত দিক আমি জানিনা তবে ত্রিফলার অনেক উপকারী দিক রয়েছে সেটা আমি জানি এবং সকালে খাওয়া ভালো সেই সম্পর্কে আমার ঠাকুরদা আমাকে বলেছিল। যাইহোক, কিছুদিন আগে এই ত্রিফলার খোঁজ করতে করতে গেছিলাম দশকর্মার দোকানে। আসলে অন্যান্য ফলের দোকানেও পাওয়া যায়। তবে আমি যাওয়ার পথে হঠাৎ আমার সাইটে রাস্তার পাশে একটা দশকর্মার দোকান পরেছিলো। আর আমি লোকমুখে শুনেছিলাম যে দশকর্মার দোকানেই এই ত্রিফলা পাওয়া যায়। সেজন্য সেখানেই গিয়েছিলাম এই ফলগুলো কেনার জন্য। যাইহোক, এই ফলের নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তিন ফলের অনুপাত একটা নির্দিষ্ট রাখতে হয় তাহলেই এর আসল গুণাগুণ পাওয়া যায়। সেদিন এই দশকর্মার দোকানে গিয়ে এই ত্রিফলা আমি আমার জন্য কিনেছিলাম। এগুলোর দাম খুব বেশি না, তবে স্বাস্থ্যগত অনেক ভালো দিক রয়েছে। তোমরা যারা স্বাস্থ্য সচেতন রয়েছো, এই ত্রিফলা অবশ্যই খেতে পারো।
পোস্ট বিবরণ
catagory | life style |
device | Samsung Galaxy M31s |
photographer | @ronggin |
location | Barasat, North 24 parganas, West Bengal |
বন্ধুরা, আজকের এই ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।
🌷🌷 সমাপ্ত 🌷🌷
Upvoted! Thank you for supporting witness @jswit.