সন্ধ্যায় মাঠে গিয়ে সুন্দর একটা সময় কাটানো
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই। |
---|
বৃষ্টির পরের সন্ধ্যা সত্যিই বেশ অসাধারণ হয়। এই সময় বাইরে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বাড়ি থেকে হেঁটে বেড়ানোর জন্য বিকালের সময়টাতে বের হই। যদি কোন কারণে বিকালের সময় বের না হতে পারি তাহলে একটু সন্ধ্যা করেই বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। এইতো কয়েকদিন আগে বৃষ্টির কারণে বিকালে বাড়ি থেকে বের হতে পারছিলাম না। সন্ধ্যায় বৃষ্টি হওয়া বন্ধ হলে বাড়ি থেকে বের হয় একটু হাঁটাহাঁটি করার জন্য। আমি গেছিলাম আমাদের বাড়ির নিকটবর্তী একটি বড় মাঠে। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটারের মতো হাঁটলে কয়েকটি মাঠ পরে ।সেই মাঠ গুলোতে গিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে। কিছু কিছু মাঠের পাশে আবার বসার জায়গা রয়েছে সেখানে বসে বন্ধুদের সাথে অথবা একা একা সময় কাটাতে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। যাই হোক আমি যেহেতু সেইদিন একাই বেরিয়েছিলাম তাই হাঁটতে হাঁটতে মাঠের সাইডে যে বসার জায়গা ছিল সেখানে গিয়ে বসি। এই মাঠের পাশে বড় লাইটিং সিস্টেম করা ছিল যার জন্য মাঠের মধ্যে অন্ধকার ছিল না । এই আলোতে সবুজ ঘাস গুলো দেখতে বেশ অসাধারণ লাগছিল। তাছাড়া এই বৃষ্টির কারণে সবুজ ঘাস গুলো যেন আরো বেশি সবুজ হয়ে উঠেছিল । সেখানে বসে সবুজ ঘাস দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার। সেখানে কিছু সময় কাটানোর পর আমি আমার এক বন্ধুকে ফোন করি । তার বাড়ি সেই মাঠের পাশেই ছিল । সে আমার ফোন পেয়ে মাঠে আমার সাথে দেখা করতে আসে। তারপর দুই বন্ধু মাঠে সাইডে থাকা বসার জায়গায় বসে অনেকটা সময় গল্প করি এবং একটা ভালো সময় পার করি। সন্ধ্যার পরে এত সুন্দর একটা ওয়েদারে এমন সময় কাটাতে পেরে অনেক আনন্দ পেয়েছিলাম সেদিন।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা