আমার তোলা কিছু ঢোল কলমি ফুলের ফটোগ্রাফি।
শনিবার,
তারিখঃ ১৫-০৭-২০২৩ ইং
আসসালামু আলাইকুম,
সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দগণ,আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার মেহেরবানিতে ভালোই আছি। " Beauty of Creativity" কমিউনিটিতে আজ আমি প্রথম ঢোল কলমি ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।
ঢোল কলমি ফুলের গাছগুলো সাধারণত রাস্তার ধারে জন্মে থাকে। এই গাছের ফুলগুলো কয়েক ধরনের হয়ে থাকে। আমি ২ রঙ্গের ঢোল কলমি ফুল দেখছি। তার মধ্যে সাদা রঙ্গের ফুল ও পিংক রঙ্গের। আমার কাছে পিংক রঙ্গের ফুল বেশি ভালো লাগে। এটা মানুষকে সহজেই আর্কষণ করে।
কনভলভালাসি পরিবারের সদস্য হলো ঢোল কলমি। ঢোল কলমি উদ্ভিদের কান্ড দিয়ে কাগজ তৈরি করা হয়। এটি একটি বিষাক্ত উদ্ভিদ। এই গাছ ঔষুধি গুনে বিরাজমান। আমাদের দেশে ঢোল কলমি উদ্ভিদ বেড়া তৈরির জন্য প্রচলন আছে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi, @riyan1020
Follow these steps to get yourself verified in the community.
Make sure you add a verification picture in your introduction post
What is Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord