গ্লাডিওলাস ফুলের ফটোগ্রাফী (10% BOC)

in Beauty of Creativitylast year

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব। কমিউনিটির সকলে কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে গ্লাডিওলাস ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

বাংলাদেশে গ্ল্যাডিওলাস ফুলের পরিমাণ খুবই কম। খুব অল্প মানুষ এই গ্ল্যাডিওলাস ফুলের চাষ করে থাকে। কয়েক বছর আগে এই গ্ল্যাডিওলাস ফুল বাংলাদেশের মধ্যে দেখতে পাওয়া যেত না, কিন্তু ইদানিং কালে এই গ্ল্যাডিওলাস ফুল বাংলাদেশের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।এই ফুল গুলো বাংলাদেশে সারাবছরই দেখতে পাওয়া যায়, এই ফুল চাষ করার জন্য নির্দিষ্ট কোন সিজনের প্রয়োজন হয় না, বছরের যেকোনো সময় এই গ্ল্যাডিওলাস ফুল গুলো ফুটে থাকে। বাংলাদেশের এখন প্রায় সব জায়গায় এই গ্ল্যাডিওলাস ফুল দেখতে পাওয়া যায়।আর গ্ল্যাডিওলাস ফুলের চাহিদা বাংলাদেশে ব্যাপক পরিমাণে রয়েছে। তবে এই ফুলের জনপ্রিয়তা দিন যাচ্ছে অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ।

আর আগের তুলনায় এই ফুলের চাষী অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কেননা অন্যান্য ফুল চাষের থেকে এই গ্ল্যাডিওলাস ফুল চাষ করে অনেক বেশি লাভবান হচ্ছে।আর গ্ল্যাডিওলাস ফুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয় না।এই ফুলের ব্যাপক চাহিদার কারণে অনেক ব্যবসায়ী কৃষকদের জমি থেকে কিনে নিয়ে যায়, এতে করে কৃষকদের কে কম হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশে প্রায় পাঁচ থেকে সাত প্রজাতির
গ্ল্যাডিওলাস ফুল দেখতে পাওয়া যায়। তারমধ্যে গোলাপী, লাল, বেগুনী, হলুদ ইত্যাদি অন্যতম।এছাড়াও এই গ্লাডিওলাস ফুলের মধ্যে সিঙ্গেল ও ডাবল জাতও বিদ্যমান রয়েছে।এই গ্লাডিওলাস ফুলের জাতগুলিকে আগাম, মাঝারি ও নাবী জাতে বিভক্ত করা যায়।

গত কয়েকদিন আগে আমি বদরগঞ্জের একটি গ্লাডিওলাস ফুল বাগান দেখার জন্য গিয়েছিলাম। ফুলের বাগানটি ছিল বিশালাকার, প্রায় দেড় বিঘা জমি।পুরো জমিতে শুধুমাত্র গ্লাডিওলাস ফুল।পুরো জমিটি প্লট আকারে তিন ভাগ করা ছিল, যাতে করে ফুল বাগান পরিচর্যা করতে সুবিধাদায়ক হয়।জমিটির প্রায় বেশি অর্ধেকে গ্লাডিওলাস ফুল ফুটেছে।দুর থেকে ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো। আবার অনেকেই এই ফুল দেখার জন্য দুর থেকে আসছিল এই ফুল বাগানে। আমি পুরো জমিটি ঘুরে দেখছিলাম, আর গ্লাডিওলাস সৌন্দর্য উপভোগ করছিলাম।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 last year 

এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে কার না অপছন্দ হবে। সত্যি অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।

 last year 

আমি আজকে আপনার কাছ থেকে একটি নতুন ফুলের নাম জানতে পারলাম। এবং এই ফুলটি দেখতেও পারলাম। গ্লাডিওলাস সত্যি সত্যি অনেক সুন্দর হয়েছে।

 last year 

The flowers you show are very beautiful, maybe I've only seen them with colors like this.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 83092.76
ETH 1888.10
USDT 1.00
SBD 0.79