খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা ডিজিটাল আর্ট | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে শিখেছি। ডিজিটাল আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করি। আমি সব সময় এই শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শিল্প শেয়ার করব। তেমনি আজকেও নতুন একটি ডিজিটাল আর্ট করেছি। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
• ইনফিনিটি ডিজাইন অ্যাপস
প্রথমে আমি অ্যাপস এ প্রবেশ করলাম। এরপর সাদা একটা পেজ সিলেক্ট করলাম। এরপরে ব্রাশ টুলস থেকে চিকন একটা বল পেন সিলেক্ট করে আঁকা শুরু করি। তারপর আমি কালো কালার দিয়ে একটি স্কেচ তৈরি করে নিলাম।
এরপর আমি লাল হলুদ আকাশী ও টিয়া কালার দিয়ে কিছু ফুলের ডিজাইন করে নিলাম।
তারপর আমি হলুদ টিয়া ও নীল কালার দিয়ে আবারো কিছু ফুলের ডিজাইন করে নিলাম।
এরপর আমি কমলা ও হালকা বেগুনি কালার দিয়ে কালার করে নিলাম।
তারপর আমি সবুজ গাড় গোলাপি ও হালকা বেগুনি কালার দিয়ে বাকি অংশটুকু কালার করে নিলাম।
এরপর আমি ফুলের মাঝখানের কিছুটা অংশের মধ্যে কালো কালার করে নিলাম ।এবং ব্যাকগ্রাউন্ড কালো কালার করে নিলাম। আমি আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডিজিটাল আর্ট |
---|---|
ডিভাইস | oppo cph2185 |
ফটোগ্রাফার | @ride1 |
লোকেশন | ফেনী |
https://x.com/Ride8771/status/1879957910371070000?t=DuH80ia58S8H_1XhLnUZEQ&s=19