খুব সুন্দর একটি প্রদীপের আর্ট | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
আঁকার খাতা
পেন্সিল
রাবার
কলম
রং
প্রথমে আমি একটি খাতাও কলম নিলাম। তারপর কলমের সাহায্যে আমি একটি স্কেচ তৈরি করে নিলাম।
এরপর আমি মাঝখানে কিছুটা ডিজাইনের মধ্যে টিয়া কালার করে নিলাম।
তারপর টিয়া কালারের নিচে বাকি কিছুটা ডিজাইনের মধ্যে আকাশী কালার দিয়ে কালার করে নিলাম।
এরপর আমি আকাশী কালারের নিচে একদম শেষে বেশ কিছুটা অংশের মধ্যে গোলাপী কালার দিয়ে কালার করে নিলাম।
তারপর আমি একদম উপরের অংশে পাতার মতো ডিজাইনটার মধ্যে কমলা কালার দিয়ে কালার করে নিলাম।
এরপর তার দুইপাশের কিছুটা অংশের মধ্যে লাল কালার করে নিলাম । এবং মাঝখানের আগুনের ডিজাইনের মধ্যে হলুদ কালার দিয়ে কালার করে নিলাম। আর এভাবে আমি আজকের আর্ট করা শেষ করলাম ।আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
https://x.com/Ride8771/status/1860289893936824645?t=XvbtBew4sj0BA_HObxK6Rw&s=19
কালারফুল এরকম প্রদীপের আর্ট গুলি এমনিতেই ভালো লাগে। অত্যন্ত দক্ষতার সাথে একটি কালারফুল প্রদীপ এর আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Such work by an experienced photographer like you is inspiring. I liked it a lot.