খুব সুন্দর একটি লাউ ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি লাউ ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি করা আমার একটি শখ। আর ফটোগ্রাফি করতে সবারই ভালো লাগে। আর ইদানিং আমার কাছে গাছপালা পশুপাখি সবকিছু পান করতে ভীষণ ভালো লাগে। আমার কাছে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমি তো এখন মাঝেমধ্যেই বাজারে গেলে নার্সারিগুলো থেকে বিভিন্ন ধরনের ফুল ফল ও সবজি চারা নিয়ে আসি। আর এই ফুল ফলগুলোর গাছ লাগাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুলের গাছগুলো নার্সারি গুলোতে ভীষণ সুন্দর লাগে। আর নার্সারি গুলোতে সব ধরনের গাছ দেখলে মন চায় যেন সব গাছগুলোই নিয়ে আসে বাড়িতে। কিছুদিন আগে যখন নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুল গাছ কেনার জন্য তখন কিছু সুন্দর সুন্দর ফল ও ফুল কাছে দেখেছি। তা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ।এবং কিছু ফুল গাছ আমি বাড়িতে নিয়ে আসি গাছ লাগানোর জন্য। আর কিছুদিন আগে আমাদের ছাদের উপরে আমরা কিছু লাউ গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে দেখছি বেশ কিছু ফুল এসেছে তা দেখে ভালো লাগলো। আর তা দেখে আমি মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করি। আর তা আজকে শেয়ার করছি। আমি আশা করি আজকের এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ।
https://x.com/Ride8771/status/1882415244695470321?t=muqD31xQ9jMb2qltMCcEfg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
I am in awe of this self-made photograph of yours. The work of photography is so poignant that it cannot be explained. Thank you so much for sharing these beautiful photographs
লাউ ফুলের ফটোগ্রাফি গুলো আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।