খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা ডিজিটাল আর্ট | 10% beautycreativity

in Beauty of Creativityyesterday (edited)

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে শিখেছি। ডিজিটাল আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করি। আমি সব সময় এই শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শিল্প শেয়ার করব। তেমনি আজকেও নতুন একটি ডিজিটাল আর্ট করেছি। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

1000021056.jpg

উপকরণ

• ইনফিনিটি ডিজাইন অ্যাপস


প্রথমে আমি অ্যাপস এ প্রবেশ করলাম। এরপর সাদা একটা পেজ সিলেক্ট করলাম। এরপরে ব্রাশ টুলস থেকে চিকন একটা বল পেন সিলেক্ট করে আঁকা শুরু করি। তারপর আমি একটি স্কেচ তৈরি করে নিলাম ‌

1000021048.jpg

তারপর আমি একদম মাঝখানের ফুলটার মধ্যে লাল ও হলুদ কালার দিয়ে কালার করে নিলাম।

1000021049.jpg

তারপর তার ওপরে পাতার মতো ফুলগুলোর মধ্যে টিয়া কালার করে নিলাম‌। এবং কালো কালার দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।

1000021051.jpg

এরপর আমি উপরের ফুল গুলোর মধ্যে আকাশী ও লাল কালার দিয়ে কালার করে নিলাম।

1000021052.jpg

এরপর আমি আকাশী কালারের ফুলগুলোর উপর ডিজাইন করে নিলাম । এবং কমলা হলুদ ও লাল কালার দিয়ে তার উপরের ফুলের মধ্যে কালার করে নিলাম।

1000021054.jpg

তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালো কালার করে নিলাম। আর এইভাবে আমি আজকে আর্ট করা শেষ করলাম । আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000021055.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডিজিটাল আর্ট
ডিভাইসoppo cph2185
ফটোগ্রাফার@ride1
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 yesterday 

Hi, @ride1

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 105539.01
ETH 3241.31
SBD 5.12