খুব সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativitysteemCreated with Sketch.

in Beauty of Creativity2 years ago

খুব সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG-20221022-WA0007.jpg

লোকেশন

device : Redme note 9

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আমরা জানি গোলাপ ফুল ফুলের রানী। সব ফুলের মধ্যে থেকে গোলাপ ফুল অসম্ভব সুন্দর একটি ফুল । এ ফুলটিকে আমাদের সবারই খুবই ভালো লাগে। এবং এই ফুলটি সুন্দর হওয়া এই ফুলটিকে বলা হয় ভালোবাসার প্রতীক। এমনিতে সব ফুল আমাদের খুবই ভালো লাগে। তারপরও গোলাপ ফুল একটি অসম্ভব ভাবে ভালো লাগে সবার কাছে। অনেক রকমের ফুল যেমন রজনীগন্ধা গন্ধরাজ জবা জেসমিন ইত্যাদি সব ফুলি আমাদের ভালো লাগে তার মধ্যে গোলাপ ফুল খুব বেশি ভালো লাগে।

এরপর বাংলাদেশে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ হয় থাকে। তার মধ্যে লাল গোলাপ সাদা গোলাপ গোলাপি গোলাপ এবং ইত্যাদি কালারের গোলাপ ফুল চাষ করা হয়। তার মধ্যে আজকে আমি একটু হালকা গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। এই গোলাপ ফুলটি আমার বাড়ি বাগানের মধ্যে রোপন করা হয়েছিল কিছুদিন আগে। আমি এই গাছটির ভালোভাবে যত্ন নেওয়া শুরু করি ।এরপর কয়েকদিন আগে আমি দেখতে পাই ফুলগাছে কিছু ফুলের কলি এসেছে ।তাই আমি আরো বেশি করে ফুলগাছটির যত্ন নিই। আর গতকালকে আমি দেখতে পাই খুব সুন্দর গোলাপ ফুলটি বড় হয়ে গেছে। তাই আমি এই ফুলটির ফটোগ্রাফি করি ।আশা করি আপনাদের সকলের কাছে আজকের গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে ।আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

IMG-20221022-WA0002.jpg

IMG-20221022-WA0001.jpg

IMG-20221022-WA0006.jpg

IMG-20221022-WA0003.jpg

IMG-20221022-WA0000.jpg

IMG-20221022-WA0004.jpg

IMG-20221022-WA0005.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

![IMG-20220603-WA0000.jpg]()

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সত্যিই আপনি অনেক অসাধারণ একটি ফটোগ্রাফার। আপনার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অসাধারণ একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনি অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি আমার ভালো লাগে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু, আপনার করা গোলাপের ফটোগ্রাফি আসলেই বেশ চমৎকার দেখাচ্ছে। আমি আপনার ফটোগ্রাফি পছন্দ করি।

 2 years ago 

আপনার করা মন্তব্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার তোলা গোলাপ ফুলের ফটোগ্রাফি।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

Wow the rose is looked really amazing dear. Thanks for sharing.

 2 years ago 

আমি চেষ্টা করব আপনাদের মাঝে আর ভালো কিছু শেয়ার করতে। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হালকা গোলাপি কালারের গোলাপ ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। আমার খুব পছন্দের একটা ফুল। যার গাছ আমিও রোপণ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, যত্নের অভাবে তা শুখিয়ে গেছে।

 2 years ago 

So lovely flowers.

 2 years ago 

your macro photography is just awesome. Thanks for sharing.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 96714.38
ETH 3411.05
USDT 1.00
SBD 3.17