ফুলের ম্যান্ডেলার ডিজিটাল আর্ট | 10% beautycreativity

in Beauty of Creativity6 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে শিখেছি। ডিজিটাল আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করি। আমি সব সময় এই শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শিল্প শেয়ার করব। তেমনি আজকেও নতুন একটি ডিজিটাল আর্ট করেছি। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

1000019150.jpg

উপকরণ

• ইনফিনিটি ডিজাইন অ্যাপস


প্রথমে আমি অ্যাপস এ প্রবেশ করলাম। এরপর সাদা একটা পেজ সিলেক্ট করলাম। এরপরে ব্রাশ টুলস থেকে চিকন একটা বল পেন সিলেক্ট করে আঁকা শুরু করি। তারপর আমি কালো কালার দিয়ে কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

1000019137.jpg

তারপর আমি ফুলের মাঝখানের অংশে লাল ও টিয়া কালার দিয়ে কালার করে নিলাম।

1000019138.jpg

এরপর আমি বেগুনি কালার দিয়ে টিয়া কালারের উপরে ফুল গুলোর মধ্যে কালার করে নিলাম।

1000019139.jpg

তারপর কালো কালার দিয়ে একটি ফুলের স্কেচ তৈরি করে নিলাম । এবং তার ভিতরের অংশে হলুদ কালার করে নিলাম।

1000019140.jpg

এরপর লাল হলুদ ও আকাশী কালার দিয়ে আবারো কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

1000019143.jpg

তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালো কালার করে নিলাম । আর এভাবে আমি আজকে আর্ট শেষ করলাম।আর আশা করি আজকে আর্ট আপনাদের কাছে ভালো লাগবে ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000019148.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডিজিটাল আর্ট
ডিভাইসoppo cph2185
ফটোগ্রাফার@ride1
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 6 days ago 

1000019167.jpg

1000019168.jpg

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95998.58
ETH 3366.61
USDT 1.00
SBD 3.92