খুব সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity4 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আপনাদের অতি পরিচিত একটি ফুলে ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আজকের সভার পরিচিত গোল লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের সাথে। ফুল আমার খুব পছন্দের একটি জিনিস। আমি মনে করি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। তবে গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। যদিও আমাদের জাতীয় ফুল শাপলা‌ । তবে শাপলা ফুলের থেকেও বেশি আমাদের দেশে গোলাপ ফুলের কদর অনেক বেশি। আর গোলাপ ফুলের বেশ কয়েক কালারও কয়েক প্রজাতির হয়ে থাকে। গোলাপ ফুলের প্রায় ৩০০ প্রজাতির ফুল রয়েছে। আর বেশ কয়েক কালারের গোলাপ ফুল যেমন লাল গোলাপি হলুদ কমলা ও সাদা ইত্যাদি এসব কালারের হয়। আমার কাছে সব ধরনের গোলাপ ফুলই অনেক বেশি ভালো লাগে। তবে গোলাপ ফুল এখনকার মতে বেশিরভাগ অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ইভেন্টের মধ্যেও এই গোলাপ ফুল ব্যবহার হয়। আর গোলাপ ফুল দিয়ে কোন ইভেন্টে কোন কিছু সাজানো হলে তা দেখতে ভীষণ ভালো লাগে‌ । এবং কি যদি ঘরের মধ্যে ও গোলাপ ফুল দিয়ে সাজানো হয় ঘর তাহলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আজকের এই গোলাপ ফুলের ফটোগ্রাফিটি করেছি আমি আমাদের বাড়ির পাশে একটি নার্সারি থেকে। একদিন বিকেল বেলায় হাঁটতে বের হয় এই নার্সারিরাতে গিয়েছিলাম । আর তাতে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ও বিভিন্ন ফুল গাছ দেখে আমি ভীষণ খুশি হলাম। আর তার মধ্যে গোলাপ ফুল গুলো ফুটে থাকায় আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই কিছু ফটোগ্রাফি করেছি। আর তাই আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফিটি শেয়ার করছি। আশা করব আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

1000026064.jpg

1000026066.jpg

1000026067.jpg

1000026068.jpg

1000026065.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 85202.81
ETH 1600.93
USDT 1.00
SBD 0.88