খুব সহজে ধাপে ধাপে খড়ের চালের ঘর অংকন....

in Beauty of Creativity4 years ago


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা ড্রইং নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে খড়ের ঘর অংকন করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি। আশা করি আমার আজকের ড্রইং আপনাদের কাছে পছন্দ হবে।চলুন ড্রইং টা দেখে আসি। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টটা করেছি।


IMG_20210725_162503_339.jpg


উপকরণ-

১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪। বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210725_155022.jpg

প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে ঘরের অংকন করার জন্য একটা ত্রিভুজ অংকন করে নিলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210725_155113.jpg

এরপর আমি ত্রিভুজটির পাশে আরেকটা আয়তাকার করে অংকন করে ঘরের চালটা অংকন করা শেষ করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210725_155241.jpg

এরপর আমি চালের সাথে নিচের দিকে তিনটা দাগ দিলাম। মাঝের বড়।ডানেরটা একটু ছোট এবং বামেরটা সবচেয়ে ছোট।


চতুর্থ ধাপ-

IMG_20210725_155405.jpg

এবার তিনটা দাগের মাথাগুলো এক সাথে করে দিলাম। তারপর একটু ফাক দিয়ে আবার দাগ দিয়ে ঘরের ডুয়া বানিয়ে নিলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210725_155438.jpg

এরপর আমি ঘরের দরজা এবং জানালা গুলো অংকন করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210725_155653.jpg

IMG_20210725_155751.jpg

ঘর অংকন করা শেষ এবার কালার করা শুরু করলাম। আমি প্রথমে ঘরের চালটা কালার করে নিলাম।


সপ্তম ধাপ-

IMG_20210725_155926.jpg

IMG_20210725_160018.jpg

এরপর আমি ধাপে দাপে ঘরের দেওয়ালগুলো কালার করলাম।


অষ্টম ধাপ-

IMG_20210725_160232.jpg

এবার আমি ১০বি পেন্সিল ব্যবহার করে সকল দাগগুলো খুব গাঢ় করে দিলাম।


নবম ধাপ-

IMG_20210725_160437.jpg

দাগগুলো গাঢ় করে দেওয়ার পর আমি আবার ১০বি পেন্সিল ব্যবহার করে খড়ের চালটার খড়ের আখগুলো দেওয়ার চেষ্টটা করলাম।যাতে বোঝা যায় এটা খড়ের চাল।তারপর আমি পেন্সিল দিয়ে দরজা,জানলা এবং ডুয়াটা কালো করে দিলাম।


IMG_20210725_162503_339.jpg

এভাবে আমি আজকে খুব সহজেই ধাপে ধাপে।খড়ের চালের ঘর অংকন করলাম।আশা করি আপনারা সকলে খুব সহজেই বুঝতে পেরেছেন।আমি চেষ্টটা করেছি আপনাদেরকে সহজ ভাবে দেখানোর। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।


সবাইকে ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Cc:
@blacks.
@faisalamin
@tanuja



Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67