ENG/BAN -- photography while being with flowers has become a habit
FLOWER PHOTOGRAPHY
Hello Pran dear friends I am here with new photography among you. Let's start today with these pictures and today's writing as I will present the photography of Jabaful from my rooftop garden.
হ্যালো প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নতুন ফটোগ্রাফির নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার বাসার ছাদের বাগান থেকে জবাফুলের ফটোগ্রাফি উপস্থাপন করব বলে আজকের এই ছবিগুলো নিয়ে আসা এবং আজকের লেখা তাহলে চলুন শুরু করা যাক।
It has been my old wish to venture into the world of photography. But I can't do photography because I can't afford it. I usually do most of the photography with my mom's mobile phone. Feeling bored of making photography by someone else's mobile phone. Yet I move forward focused on work with a purpose to work and a purpose to succeed.
ফটোগ্রাফির জগতে পা দেয়া আমার পুরনো দিনের ইচ্ছা। কিন্তু আমার সামর্থ্য না থাকার কারণে আমি ফটোগ্রাফি করতে পারি না। সাধারণত আমার মায়ের মোবাইল ফোন দিয়ে আমি আর কতই ফটোগ্রাফি তৈরি করি। অন্যের মোবাইল ফোন দ্বারা ফটোগ্রাফি তৈরি করতে বিরক্ত বোধ হচ্ছে। তবুও কাজ করার উদ্দেশ্য এবং সফলতার উদ্দেশ্য নিয়ে আমি কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যাচ্ছি।
Several species of this flower can be seen in our country. Only I have two species of jaba flowering plants. I present these pictures to you because I saw a flower on a tree today. Otherwise the tree is I will try to present the picture and photography of that tree later. Because all those trees have not bloomed today.
আমাদের দেশে কয়েক প্রজাতির এই ফুলটি দেখা যায়। শুধুমাত্র আমার কাছে দুই প্রজাতির জবা ফুলের গাছ আছে। তার মধ্যে আজকে একটা গাছে ফুল দেখতে পেয়েছি বলে আপনাদের মাঝে এই ছবিগুলো উপস্থাপন করলাম। অন্যথায় যে গাছটি রয়েছে। সেই গাছটির ছবি এবং ফটোগ্রাফি পরবর্তীতে উপস্থাপন করার চেষ্টা করব। কারণ সে সকল গাছে আজকে ফুল ফোটে নি।
The pictures were collected several days ago. Due to time constraints, these images were not being edited and therefore not presented to you. I have time now. So I presented these pictures to you. If you like the pictures please encourage me. I will be with you again with new pictures.
বেশ কয়েকদিন আগে ছবিগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল। সময় সাপেক্ষের কারণে এই ছবিগুলো এডিট করা হচ্ছিল না তাই আপনাদের মাঝে উপস্থাপন করা হয়নি। বর্তমানে আমার হাতে সময় আছে। তাই এই ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ছবিগুলো ভাল লাগলে আমাকে উৎসাহিত করবেন। আবার নতুন ছবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো।
কমলা কালারের জবা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। জবা ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।