ফটোগ্রাফি : নয়ন তারা ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকের আমি আপনাদের মাঝে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। নয়ন তারা ফুল সিনেমা এরকম মানুষ অনেক কম আছে। নয়ন তারা ফুল অনেক কালারের দেখা যায়। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর কালারের নয়ন তারা ফুল দেখা যায়। অনেক মানুষের এই ফুলটি অনেক পছন্দের। আমার প্রিয় ফুলের মধ্যে একটি হলো নয়ন তারা ফুল। আমি আমাদের ছাদের উপর নয়নতারা ফুল গাছ লাগিয়েছি। নয়নতারা ফুল গাছ যখন বড় হয়ে ছড়িয়ে যায় তখন যদি ফুল ধরে তাহলে দেখতে অনেক সুন্দর। আজকের এই ফুলের ফটোগ্রাফি আমি আমাদের ছাদের উপর থেকে করেছি। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1871112131112042989?t=dzE6qbJ29zolemyn8dmAWg&s=19
আপনার নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। সুন্দর করে ফুলেট সৌন্দর্যকে আপনে আপনার ক্যামেরায় বন্দি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
নয়নতারা আমার খুব ই পছন্দের একটা ফুল। আপনি এই ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট উপহার দেবার জন্য।
besh darun to
Your photography is charming. I love that you always do such quality photography.
নয়নতারা ফুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় কমই আছে। ধন্যবাদ এই সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।