ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। গোলাপ ফুল চিনে না এরকম মানুষ অনেক কম আছে। গোলাপ ফুল অনেক ধরনের এবং অনেক কালারের হয়ে থাকে। এই গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে পৃথিবীতে। আমি তো গোলাপ ফুল অনেক পছন্দ করি। গোলাপ ফুল অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে। ফুলের দোকানে গোলাপ ফুল বিক্রি করতে অনেক দেখা যায়। আজকের এই গোলাপ ফুল ফটোগ্রাফি একটি বাগান থেকে করেছি। ওখানে আরো অনেক ধরনের ফুল রয়েছে। বাগানের ভিতর ঢুকা নিষেধ ছিল তাই আমি বাইরে থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিস। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1881980276265640185?t=DS6_ocQJzNP5T5K7dpRG5g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Rose is the queen of flowers. I like roses very much.You have taken a wonderful photograph of the entire flower including the background. The photography is quite beautiful.
There is so much realism in your photography work that no one will believe it unless they see it. We really have a lot to learn from you. Thanks for sharing.