কালারফুল আট||১০% beneficiary to @beautycreativity.
"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমি বাংলাদেশের একটি সুন্দর ফল 'আঙ্গুর ' আট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হার্ডবোর্ড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
ঙ. টিয়া রঙের পেন্সিল ও
চ. সবুজ রঙের পেন্সিল
(১) প্রথম ধাপ: পেন্সিল দিয়ে বোটা ও কয়েকটি গোল চিহ্ন এঁকে নেই।
(২) দ্বিতীয় ধাপ: তারপর পেন্সিল দিয়ে আরো কয়েকটি গোল চিহ্ন এঁকে নেই।
(৩) তৃতীয় ধাপ: এরপর পেন্সিল দিয়ে দুই পাশে দুইটি
পাতা এঁকে নেয়ার পর , সবুজ রঙের পেন্সিল,টিয়া রঙের পেন্সিল এর সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করে নেই ।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ব্লগ লিখতে।
I am very impressed by your wonderful photography. Because you have captured the camera from different angles very well.