"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আবারও তোমাদের মাঝে একটি বন্য পশু হাতির সুন্দর আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
ক. একটি পেন্সিল
খ. রাবার
গ. কাটার
ঘ. স্কেল
ঙ. একটি জেলপেন
চ. কালো রংঙের পেন্সিল
ছ. হলুদ রঙের পেন্সিল
জ. লাল রঙের পেন্সিল
↪️অঙ্কনের পদ্ধতি↩️
(১) প্রথম ধাপ: পেন্সিল দিয়ে আটটি ডট চিহ্ন দেই।
(২) দ্বিতীয় ধাপ: পেন্সিল দিয়ে হাতিটির মুখ এঁকে নেই।
(৩) তৃতীয় ধাপ: পেন্সিল দিয়ে হাতিটির শরীর এঁকে নেই।
(৪) চতুর্থ ধাপ: এবার পেন্সিল দিয়ে হাতিটির চারটি পা এঁকে নেই।
(৫) পঞ্চম ধাপ: পেন্সিল দিয়ে হাতিটির পিঠে একটি সুন্দর চাদর এঁকে নেই ।
(৬) ষষ্ঠ ধাপ: সবশেষে হাতিটি হলুদ রং, কালো রং ও লাল রঙ দিয়ে সুন্দরভাবে রং করি। আর এভাবেই আমি কালারফুল হাতির ছবিটি আর্ট করে ফেলি। তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো ও সুস্থ থাকবে।
🌹 পোস্টটি ভিজিট করার জন্য অভিনন্দন।🌹

পোস্ট বিবরণ:📝
Device | Name |
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
| Thank | You |
🇧🇩লেখকপরিচিতি: 🇧🇩
আমি মো:তোহিদুল ইসলাম। বাংলাদেশের উত্তরবঙগ জেলা গাইবান্ধা থেকে।পেশায় সামান্য একজন অতি খুদ্র ব্লগার।চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিন কোন না কোন ব্লগ লিখতে। সকলের নিকট দোয়া প্রাত্থি।
