কালারফুল আট||১০% beneficiary to @beautycreativity.
"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে গ্রামের কৃষকের ছবি একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি ছবি দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হার্ডবোর্ড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
ঙ. কালো রঙের পেন্সিল
চ. খয়েরি রঙের পেন্সিল
ছ. হলুদ রঙের পেন্সিল ও
জ. কমলারংয়ের পেন্সিল।
(১) প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে ছবিটির মাথা, শরীর ও হাত এঁকে নেই।
(২) দ্বিতীয় ধাপ: এরপর পেন্সিলের সাহায্যে হাত পা ও খড় একে নিই।
(৩) তৃতীয় ধাপ:: সর্বশেষে কমলা রঙের পেন্সিল, হলুদ রঙের পেন্সিল, খয়েরি রঙের পেন্সিল এবং কালো রঙের পেন্সিলের সাহায্যে, ছবিটিতে ভালোভাবে রং করে নেই। আর এইভাবে আমি আমার গ্রামের কৃষকের ছবি আঁকার পদ্ধতি সম্পূর্ণ করে ফেলি। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছবিটি ভালো লাগলে, ছবিটিতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
🇧🇩লেখকপরিচিতি:🇧🇩
আমি মো:তোহিদুল ইসলাম। বাংলাদেশের উত্তরবঙগ জেলা গাইবান্ধা থেকে।পেশায় সামান্য একজন অতি সাধারণ একজন ব্লগার।চেষ্টা করছি আপনাদের মাঝে প্রতিদিন কোন না কোন আর্ট নিয়ে হাজির হওয়ার।
A very beautiful painting.
Andani's work is very beautiful. I really like seeing it. Thank you for sharing with us.
Share your post on x and then add the x promotion post link in the comment of subjected post. It is the community rule.
Ok Sir i will try.