প্রানের শহর বরিশাল
বরিশাল একটি বিভাগীয় শহর। যেনে রাখা ভালো যে বরিশালের পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ। তা পরবর্তীতে বরিশাল নাম করন করা হয়।১৯৯৩ সালের ১ জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়। পৌরসভা গঠিত হয় ১৯৫৭ সালে এবং সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয় ২০০০ সালে।
জেলার দশটি উপজেলার মধ্যে হিজলা উপজেলা সর্ববৃহৎ (৫১৫.৩৬ বর্গ কিমি)। জেলার সবচেয়ে ছোট উপজেলা বানারীপাড়া (১৩৪.৮৬ বর্গ কিমি)। বরিশালের আয়তন: ২৭৯০.৫১ বর্গ কিমি। জনসংখ্যা ২৩৫৫৯৬৭; পুরুষ ১১৯৭৭২২, মহিলা ১১৫৮২৪৫। মুসলিম ২০৫৪৭৫৪, হিন্দু ২৮৬৬৪২, বৌদ্ধ ১৩২১৭, খ্রিস্টান ৫৩১ এবং অন্যান্য ৮২৩।সীমানা: উত্তরে মাদারীপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলা, দক্ষিণে পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলা, পূর্বে ভোলা ও লক্ষ্মীপুর জেলা, পশ্চিমে ঝালকাঠি, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা।জলাশয় প্রধান নদীসমূহ: মেঘনা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, তেঁতুলিয়া, নয়াভাঙ্গা, জয়ন্তি, স্বরূপকাঠি, হাতরা, আমতলি।
শিক্ষার হার,
শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৭%; পুরুষ ৫৯%, মহিলা ৫৪.৯%। বিশ্ববিদ্যালয় কলেজ ১, মেডিক্যাল কলেজ ১, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ১, নার্সিং ইনস্টিটিউট ১, শারীরিক কলেজ ১, পলিটেকনিক কলেজ ১, কলেজ ৭০, মাধ্যমিক বিদ্যালয় ৩৯০, প্রাথমিক বিদ্যালয় ১৭১০, মাদ্রাসা ৭১০।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৮.২৫%, অকৃষি শ্রমিক ৪.০০%, শিল্প ১.২৭%, ব্যবসা ১৭.৫২%, পরিবহণ ও যোগাযোগ ২.৮৩%, নির্মাণ ২.৪৫%, ধর্মীয় সেবা ০.২৯%, চাকরি ১৩.০৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.৩১% এবং অন্যান্য ৮%।
Hi, @kairinakter
Make an introduction post in the community to get yourself labeled as Verified Member.
Make sure you add a verification picture in your introduction post
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
আপু ভাল একটি পোষ্ট দিয়েছেন আপনার মাধ্যমে বরিশালের কিছু তথ্য পেলাম ধন্যবাদ
NICE