Bengali poetry : পার হতে চাই
মনে নেই কতকাল ধরে
হাঁটছি আমরা হাতে হাত ধরে
শুধু মনে আছে-প্রতিজ্ঞা করেছি
মুঠো শক্ত করে
হাত ধরে হেঁটে হেঁটে আমরা হব পার-
ছায়াপথের সীমানা।
জানি না কতদূর আর।
তারাদের রেণু গায়ে মেঘে মেঘে
শিমুল তুলোর মত মহাকাশে ভেসে
আমরা হব পার-
কৃষ্ণ গহ্বরের অমোঘ আলিঙ্গন
কৃতিকা অশ্বেষা রোহিনী এবং
তারও কিছু পর ধূসর নীহারিকা আর।
পার হতে চাই শুধু
এখন এই ক্ষুদ্র ছায়াপথ টুকু
রুদ্ধ করে রেখেছে যে
মহাজীবনের সব সুবাভান্ড
আবন্তর অর্থ হীন কুটিল যুক্তি তে।
।চির তরে ত্যাগ করে যেতে চাই এই ছায়াপথ-
শুধু হাতে হাত ধরে চিত্রের মুক্তিতে।
Powers by @greenphotoman
Give a introduction post to verify our account in this community.