গ্লামর্গান ও ডরহম এর মধ্যে ফাইনাল ম্যাচে গ্লামর্গান জিতেছে

in Beauty of Creativity3 years ago


IMAGE SOURCE
এই দুই টিমের মধ্যে ফাইনাল খেলাটি গতকাল সন্ধ্যা ৫:৩০ টায় হয়েছে। এই খেলাটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল ম্যাচটি হয়েছে রয়্যাল লন্ডন অন ডে কাপ এর। যাইহোক খেলার শুরু হওয়ার আগে দুই টিমের মধ্যে টস হয় এবং টসে ডরহম টিম জিতে যায়।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ডরহম। ফলে গ্লামর্গান টিম ব্যাটিং করার জন্য ওপেনের দুইজনকে ক্রিজে পাঠায়। ওপেনে মোটামুটি ভালোই খেলছিল দুইজন তবে খেলতে খেলতে কিছুক্ষন পরে গ্লামর্গান টিমের বোলিং পেসার একটু বাড়তে থাকে ফলে উঠে উঠে ১-২ ওভার ব্যাটে কোনো রান আসেনি ঠিকভাবে। শেষে একজন আউট হয়ে যায় এবং অন্যজন নিকোলাস ৩৫ রান করে ক্যাচ তুলে দেয়।

গ্লামর্গান টিমের ব্যাটসম্যানদের মধ্যে কেবল একজন প্লেয়ার বাদে বাকি সবাই মোটামুটি ভালোই খেলেছে। কার্লসন নামক এক ব্যাটসম্যান খুবই ভালো খেলে যায় এবং সে ৮২ রান করে ব্যক্তিগত ভাবে। এই রানের ফলে গ্লামর্গান টিমের রান রেট বেশ ভালোই এগিয়ে যায় ৫০ ওভার পর্যন্ত। গ্লামর্গান টিম ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলতে সক্ষম হয় যেটা প্রতিপক্ষ টিমকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।

এরপর এই রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য ডরহম টিম ব্যাটসম্যান রা চলে আসে ক্রিজে। ওপেনে গ্রাহাম নামক ব্যাটসম্যান প্রথম থেকেই মেরে খেলছিল, খেলা দেখে কিছুক্ষনের জন্য হলেও মনে হচ্ছিলো যেন ডরহম এই রান ৫০ ওভারের আগেই তুলে ফেলবে। তবে এখানে গ্রাহাম আউট হয়ে যাওয়ার পরে ম্যাচের ধরনটাই পাল্টে গেলো।

গ্রাহাম ব্যক্তিগত ৪০ রান করার পরে খেলার গতি অনেকটা কমে যায় এবং গ্লামর্গান এর দিকে জেতার চাঞ্জ বাড়তে থাকে। এরমধ্যে ব্যানক্রফট নামক ব্যাটসম্যান আবার হঠাৎ করে ২২ ওভারের দিক থেকে মার শুরু করে। সেও দলগত ৫৫ রানের ভালো ইনিংস খেলে যায়। তারপরে আরেকজন ডিকসন নামক ব্যাটসম্যান এর ব্যাটিং দেখে মনে হচ্ছিলো এইবার নির্ঘাত গ্লামর্গান টিম হারবে।

প্রতিটা ওভারে ৪,৬ মেরে দিচ্ছে এই ব্যাটসম্যান। তবে দুর্ভাগ্যের বিষয় হলো এদের ২-৩ জন ব্যাটসম্যান এতো সুন্দর খেলার পরেও ম্যাচ হারলো কারণ পরের ব্যাট্স্ম্যানগুলো সবাই শূন্য, ১ রান করে আউট হয়ে যায়। মূলত ডরহম টিমের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে গ্লামর্গান টিম সেভাবে খেলা দেখাতে পারিনি। যাইহোক ডরহম এর ম্যাচ ৪৫ ওভারের মধ্যে গুটিয়ে যায় এবং তারা ১০ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করতে পারে। ফলে গ্লামর্গান টিম ফাইনাল ম্যাচ এর লন্ডন অন ডে কাপ জিতে নিলো।

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago (edited)

I notice that you are not socially active in the community. Our curators are supporting quality active authors only. Comment, Upvote and resteem others post to stay socially active in the community.

Check out this announcement post.
https://steemit.com/hive-144064/@blacks/new-update-or-or-boc-or-or-5-september-2021-or-or-sunday

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96672.33
ETH 3453.42
SBD 1.55