বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ জিত অর্জন করেছে

in Beauty of Creativity3 years ago


IMAGE SOURCE
আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ ছিল। এর আগের দুটি টি২০ ম্যাচেও বাংলাদেশ জিত অর্জন করেছে এবং আজকেরটা মিলে সিরিজ জিতে নিয়েছে। যদিও এখনো তাদের মধ্যে দুটি টি২০ বাকি আছে। সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশ তাদের সিরিজ জয়ের লক্ষ্য নিশ্চিত করে নিয়েছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক কান্ড ঘটালো একপ্রকার। বাংলাদেশ টিম এখন এমন পর্যায়ে চলে এসেছে যে টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে সিরিজ জয় করছে। তবে ব্যাটিং এ কারো রান সেইরকম লেভেলে উঠছে না। যাইহোক খেলা আজকে সময়মতো শুরু হয়নি, কারণ বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে।

আজকে বাংলাদেশ টসে আগে জিতেছে এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশের দুই ওপেনার মাঠে এসে খেলতে পারলো না, একজন প্রথম ওভারে ক্যাচ আউট এবং পরের ওভারে আরেকজন এলপিডব্লু। সৌম্য বরাবরই প্রথম থেকে তিনটি ম্যাচেও রান করতে পারিনি।

পরবর্তীতে শাকিব যদিও এসে ম্যাচটিকে ঠেক্কাল দেওয়ার চেষ্টা করেছিল,কিন্তু সেও বেশিক্ষন ক্রিজে থাকতে পারেনি। ২৬ রান করে আউট হয়ে যায়। যদিও শাকিব এর সাথে মাহমুদুল্লাহ ছিল এবং তারা দুইজন বেশ কিছুক্ষন ক্রিজে থাকায় রান ভালোই উঠেছিল। মাহমুদুল্লাহ ৫২ রান করে আউট হওয়ার পরে রান রেট একেবারে নিচে নেমে যায়। তারপরের বাকি ব্যাটসম্যানরা টুকটাক করতে করতে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের কোটায় পৌঁছায়।

এরপর অস্ট্রেলিয়া টার্গেটে পৌঁছানোর জন্য ব্যাটিং শুরু করে। তাদের ওপেনে বেন নামক ব্যাটসম্যান শুরুটা দারুন করেছিল। তবে ভালো শুরু করলেও ২টি মাত্র ছয় এর বাউন্ডারি হাঁকিয়েছিলো এবং বাকিটা রানিং করে রান নিয়েছিল, কিন্তু তাও ৩৫ রান করে আউট হয়েছে। আর যে ব্যাটসম্যান এর কথা আগের দুটিই ম্যাচেও উল্লেখ করেছি সেই মার্শ আজকেও অর্ধশত রান করেছে।

আজকে অস্ট্রেলিয়ার উইকেট তেমন না পড়লেও বাংলাদেশের বোলিংদের বলে খেলতে পারেনি। বাংলাদেশের জিতার পেছনে মুস্তাফিজুর এর অবদান অনস্বীকার্য, কারণ তার ৪ ওভারে মাত্র ৯ রান করেছে সমস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। মুস্তাফিজুর এর ৪ ওভার ভীষণ ভাইটাল ওভার গেছে। যদিও মার্শ ক্যাচ আউট না হলে সম্ভবত জেতার চাঞ্জ অস্ট্রেলিয়ার ছিল। অস্ট্রেলিয়ার লাস্ট ৩ ওভারে রিকুইরেড রান রেট অনেকটা বেড়ে যাওয়ার কারণে আর টেনে উঠতে পারেনি। অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১১৭ রান পর্যন্ত করতে পেরেছিলো।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98923.04
ETH 3381.66
USDT 1.00
SBD 3.09