অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ পঞ্চম টি২০ ম্যাচে বড়ো রানের ব্যবধানে জিতেছে
IMAGE SOURCE
আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম অর্থাৎ শেষ টি২০ ম্যাচ ছিল। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৪টি ম্যাচে হারিয়ে একপ্রকার ইতিহাস তৈরি করে ফেললো গোটা ক্রিকেট বিশ্বের কাছে। টি২০ বিশ্বকাপ এর আগে বাংলাদেশ টিম এর জন্য এটা একটা বড়ো সফলতা।
বাংলাদেশ এর অনেক ভালো ব্যাটসম্যান এবং বলার না থাকা সত্বেও অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন টিমকে যেভাবে ধরাশায়ী করলো সেটা অকল্পনীয়। বাংলাদেশ ব্যাটে তেমন উন্নতি না করতে পারলেও বোলিং আর ফিল্ডিং এ যে খেলা দেখালো তাতে নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিং প্লেস যথেষ্ট ভালো ফর্মে আছে।
যাইহোক আজকের লাস্ট ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে থাকে। টসের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ এর ওপেনিং জুটি মাঠে প্রবেশ করে। আজকে ওপেনে একটু চেঞ্জ করেছে, সৌম্য এর জায়গায় মেহেদী কে এনেছে। নাঈম এর সাথে মেহেদী আজকে ওপেনিং শুরু করেছিল এবং তারা দুইজন কিছুক্ষন ধরে ধরে খেলতে থাকে।
মেহেদী তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং শাকিব এসে ব্যাটিং শুরু করে কিন্তু সেও জাম্পা এর বলে বোল্ড আউট হয়ে মাঠের বাইরে প্রবেশ করে। আজকে সৌম্য ৪ নম্বরে ব্যাট করতে নেমে আগের ৪ ম্যাচের থেকে তাও একটু ভালো খেলেছে। মোটমাট এক নাঈম ছাড়া আর কারো ব্যাট থেকে ২০ রান আসেনি। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে দলগত রান ১২২ তুলতে সক্ষম হয়।
এরপর অস্ট্রেলিয়া এই রান করতে নেমে পড়ে ব্যাট হাতে কিন্তু তাদের পরিস্থিতি বাংলাদেশ এর বোলারদের সামনে এতটাই বাজে হয়ে পড়ে যে সবাই মিলে হাফ রান তুলতে পেরেছিলো। যে শাকিব এর জন্য চতুর্থ ম্যাচ হেরেছিল সেই শাকিব আজকে আগুন্তুক হয়ে উঠেছে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয়। বাংলাদেশের প্রত্যেক বলার আজকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের একপ্রকার চক্রব্যূহের মধ্যে ফেলে জব্দ করেছে।
ধন্যবাদ:))