বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ জিতেছে

in Beauty of Creativity3 years ago


IMAGE SOURCE
আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ ছিল। গতকাল প্রথমটা হলো এবং আজকে দ্বিতীয়টি হলো। উঠে উঠে ম্যাচ হলো বলতে গেলে। খেলাটি একই স্টেডিয়ামে এবং একই সময়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকালকের মতো অস্ট্রেলিয়া আজকেও টসে জিতে যায় এবং তারা আজকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। টি২০ খেলা খুব দ্রুত গতিতে এগোচ্ছে যেহেতু টি২০ বিশ্বকাপ সামনে চলে এসেছে প্রায়। যাইহোক অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান দুইজন ব্যাট হাতে মাঠের ভিতরে প্রবেশ করে।

তবে আজকেও তাদের শুরুটা ভালো ছিল না একেবারেই, ওপেনের এই দুইজন যেন সেই ওয়েস্টইন্ডিজের সাথে খেলার থেকে এই পর্যন্ত ভালো খেলতে পারছেনা। গতকালকের মতো আজকেও মিচেল ভালো খেলে ৪৫ রানের একটা মোটামুটি পজিশন করে দেয় টিমের জন্য ।

যদিও আজকে তার সাথে হেনরিকস যোগদান করে সেও মোটামুটি ৩০ রান করে ভালো খেলেছে। তাদের টিমের ব্যাটসম্যানদের মধ্যে এই ছিল দুইজনের সর্বোচ্চ রান এবং বাকিরা ছড়াছড়ি করে ১২১ রান তুলতে পারে ৭ উইকেট হারিয়ে শেষমেশ। একদমই সর্বনিম্ন রান করেছে অস্ট্রেলিয়া, যেটা তাদের কাছে আশা করা যায় না। সুতরাং নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশের বোলিং, ফিল্ডিং সাইড আগের থেকে যথেষ্ট উন্নত হয়েছে।

যাইহোক বাংলাদেশ এই রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাটিং করতে আসে। সৌম্য সরকার আজকেও শূন্য রানে বোল্ড আউট এর খাতায় নাম লেখালো। নাঈমও খেলতে পারিনি। আজকে মোটামুটি শাকিব, মেহেদী, মাহমুদুল্লাহ, আফিফা, নুরুল এই কয়েকজন এর মিলিত রানে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এরা সবাই একই লেভেলের খেলেছে মোটামুটি।

বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে এবং ১ওভার ২ বল বাকি থাকতে ১২১ রান তুলে ফেলে। বাংলাদেশের ৪ জন ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছে। বাংলাদেশ আজকের ম্যাচটি নিয়ে ২-০ তে এগিয়ে গেলো। সামনের ৩টি তে এখন কি করে তারা, বেশি এক্সইটমেন্ট হয়ে গেলে বাংলাদেশ টিমের আবার জেতা ম্যাচও হেরে যাওয়ার রোগ আছে।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 103447.46
ETH 3313.50
SBD 6.28