ফুলের সৌন্দর্য্য ও তার শিক্ষা (আমার ফুলের ফটোগ্রাফি) || Flower and learning from its beauty
আমরা আমাদের চারপাশের নানা রকম ফুল দেখতে পাই। ফুলের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। আমরা ফুলের সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হই। কিন্তু প্রকৃতির নানাবিধ উপাদান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আজকে আমি সেরকম একটি বিষয় নিয়েই কথা বলব।
যদি আমরা খুব ভালোভাবে ফুলের দিকে লক্ষ করে তাকাই তাহলে দেখতে পাব ফুল যে কাজটি করে সেটি হচ্ছে আশেপাশের পরিবেশ ও প্রকৃতিকে সৌন্দর্যমন্ডিত করে তোলা। কিন্তু এই কাজটি করতে গিয়ে সে নিজে কোন কিছু গ্রহণ করে না। ফুলের যে সৌন্দর্য ও সৌরভ সেটি মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে। বিভিন্ন প্রাণীকুলও এই সৌন্দর্য এবং সুগন্ধি থেকে উপকৃত হয় কিন্তু ফুল নিজে তেমন কিছুই পায় না। তার কাজ হলো সুশোভিত হয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে গড়ে তোলা। এই কাজটি করতে গিয়ে ফুল নিজের জীবনকে বিলিয়ে দেয়।
এই হল সাদামাটাভাবে ফুলের স্বাভাবিক সৌন্দর্যের কথা। কিন্তু আমরা যদি এর গুণের কথা চিন্তা করি তাহলে আমাদের জীবনে অন্যতম সেরা একটি শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। ঠিক একই রকম ব্যবহার যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমরাও পৃথিবীতে অনেক মানুষের মনে জায়গা করে নিতে পারব। সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো যাতে করে আমরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করি। ফুল যেমন নিজের স্বার্থের কথা চিন্তা না করে কেবলমাত্র অন্যের স্বার্থের জন্যই নিজেকে বিলিয়ে দিচ্ছে ঠিক একইভাবে আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে।
দ্বিতীয় বিষয় হচ্ছে কোন কিছু করার ক্ষেত্রে তার প্রাপ্য বা প্রতিফল চাওয়া ঠিক নয়। আমরা যদি কারো উপকার করি তাহলে সেটা নিঃস্বার্থ হওয়া উচিত। বিনিময়ে কোন কিছু চাওয়া ঠিক নয়। ফুল মানুষের নানাবিধ উপকার করছে কিন্তু সেটা নিঃস্বার্থ কারণ সে বিনিময়ে কিছুই চায় না । কেবল দিয়েই যায় প্রকৃতিতে। আর এই কাজটি যারা করতে পারবে তাদেরকে এই সমাজ, প্রকৃতি, জীবন ও মহাকাল মনে রাখবে।
মহাকালে আসলে ব্যক্তির কোন স্থান নেই। স্থান আছে কেবল তার কর্মের। যার কর্ম ভালো এবং মানুষের উপকারের জন্য কাজ করে তাকেই মানুষ মনে রাখে। ফুল যেহেতু মানুষের উপকারে কাজ করে থাকে এবং নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয় মানুষের উপকারের স্বার্থে তাই মানুষ তাকে ভালবাসে ও মনে রাখে। দীর্ঘকাল ধরে মানুষের ভালোবাসার জিনিস হিসেবে ফুল বিবেচিত হয়ে আসছে। আর এ ভালোবাসা এবং উপলব্ধি চাইলে আমরাও অর্জন করতে পারি যদি আমরা ফুলের মত করে নিজেকে গড়ে তুলতে পারি এবং যে দুটি বৈশিষ্ট্য-এর কথা বললাম সে বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের মাঝে ফুটিয়ে তুলতে পারি।
কোন কাজ বা অবস্থাকে মানুষ কতদিন মনে রাখবে তা নির্ভর করে ওই কাজটার জন্য সেক্রিফাইস কতটুকু তার উপর। তাই আমাদের উচিত হবে যদি আমরা ফুলের মতো ভালোবাসা পেতে চাই এবং যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে টিকে থাকতে চাই তাহলে অনেক বেশি সেক্রিফাইস করতে হবে । আর এ স্যাক্রিফাইস করার মধ্য দিয়েই আমরা মানুষের অন্তরে স্থান করে নিতে পারব। এতে করে আমরা পৃথিবীতে একটা ভালো অবস্থান নিজেদের জন্য তৈরি করতে পারব যেটা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য অবশিষ্ট থাকবে। আসুন সবাই মিলে ফুল থেকে শিক্ষা গ্রহন করি এবং এই শিক্ষা নিজেদের জীবনে প্রতিফলন ঘটাই।
Camera Specification
Realme 6i Smartphone
Main Camera: (Quad)
- 48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0", 0.8µm, PDAF
- 8 MP, f/2.3, 119˚ (ultrawide), 1/4.0", 1.12µm
- 2 MP, f/2.4, (macro)
- 2 MP B/W, f/2.4
Selfie Camera
- 16 MP, f/2.0, 26mm (wide), 1/3.06", 1.0µm


Who I am
Upvote, Resteem and Follow me on steemit @engrsayful
This is Saiful’s Classroom from @engrsayful
Find me on
Youtube | ThreeSpeak | DTube |
Nice images👍👍
Thank you very much
অনেক রকম ফুলের দৃশ্য শেয়ার করেছেন ভাই। হ্যা, এটা সত্য ফুলের বিষয়ে আমরা গভীরভাবে চিন্তা করলে অনেক কিছুই শিক্ষনীয় খুঁজে পাবো।
একদম ঠিক বলেছেন। অনেক কিছু থেকে আমরা জীবনে অনেক ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি