Some hard working moments photography ||Boc

in Beauty of Creativity19 days ago

Picsart_24-06-14_21-49-14-161.jpg

আজ - শুক্রবার

৩১ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জুন‌ ১৪, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজকর্ম করার মাধ্যমে তাদের যে জীবিকা নির্বাহ করে থাকে। ‌ আমি যেদিন ট্রেন জার্নি করেছিলাম এবং সেদিন ট্রেন দিয়ে আসছিলাম তখন দেখলাম অনেক মানুষ অনেক ধরনের কাজ করছে এবং আমার গন্তব্যের মাঝ বরাবর এসে একটা ট্রেনের ব্রিজ তৈরি হচ্ছে এবং ওইখানে অনেক শ্রমিক কাজ করছে । ওইখানকার কিছু মুহূর্তের ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আজকের ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারবেন মানুষ জীবিকা নির্বাহ করার জন্য কতই না পরিশ্রম করছে। যেদিন আমি ট্রেনে করে এসেছিলাম তখন বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল দেখতেই পাচ্ছেন ওরা গরমে প্রায় কাহিল হয়ে গেছে। তবে কিছু করার নেই এই জীবন আমাদের অনেক কিছু শেখায় এবং কোথায় যেন শুনেছিলাম যে জীবন কোন ফুলের বিছানা নয় এখানে নিজের জায়গা নিজে করে নিতে হয় পরিশ্রমের মাধ্যমে।

আমাদের জীবনে পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যে যত বেশি পরিশ্রম করতে পারব তত আমাদের জীবনের জন্য কাজ করতে পারব। আর ভবিষ্যতে এটা আমাদের অনেক বেশি প্রফিট দেবে। ‌ যারা বুদ্ধিমান মানুষ রয়েছে তারা সময়ের সৎ ব্যবহার করে এবং আমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সেটা হতে সময়। কারণ সময় যদি একবার চলে যায় সেটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। ‌ আমি আগে অলসতার মাধ্যমে আমার দিনগুলো পার করে ফেলতাম কিন্তু যখন থেকে আমি সময়ের মূল্যটা বুঝেছি তখন সময়কে অনেক বেশি গুরুত্ব দেই এবং আমি আমার কাজ করে যায়। আশা করি আপনারা পাশে থাকলে আমি ভবিষ্যতেও ভালো কিছু করতে পারব ইনশাল্লাহ। যা হোক বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য কি কি কাজ করে।

আজকের পোস্টা বাস্তবিক এবং অনেক সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা ফটোগ্রাফি গুলো বেশ পছন্দ করবেন তবে চলুন দেখে আসি আজকে আমি কি, কি ফটোগ্রাফি করলাম।

ফটোগ্রাফি ০১

IMG_20240605_151221_340-01.jpeg

ফটোগ্রাফি ০২

IMG_20240605_150957_361-01.jpeg

ফটোগ্রাফি ০৩

IMG_20240605_151012_419-01.jpeg

ফটোগ্রাফি ০৪

IMG_20240605_151019_470-01.jpeg

ফটোগ্রাফি ০৫

IMG_20240605_151034_812-01.jpeg

ফটোগ্রাফি ০৬

IMG_20240605_151006_774-01.jpeg

ব্লগার@emonv
ডিভাইসInfinix note 11 pro
শ্রেণী ‌ফটোগ্রাফি

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPibnvc3jNzSEdSiawB2X69vkaocqkcYUEnPHTgjiAiKhatKeryT5Hq2JHfHzu9...1o94pTRcehQFB2kwKFpMfpgFqWaL6XgjzK3hj4mnan8hEFrJGEpjzrn6nX8ib1Pn23B5nZZhzC9tEwPewqYDbvhP32EaiCSVKeEGapxzVqk8UtGkZsuq4DqtA.jpeg

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 19 days ago (edited)
 19 days ago 

Thanks for sharing so many beautiful beautiful photography and nice to read the beautiful sentiments.

 19 days ago 

You are right mam thank you for your comment

 18 days ago 

আজকেও দেখছি বেশ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে

 17 days ago 

We should respect those who work hard because it is because of them that our society is moving forward. Thanks for sharing these wonderful photographs with us

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37