Eid day photography || Boc

in Beauty of Creativity13 days ago

Picsart_24-06-20_08-47-39-467.jpg

আজ - বৃহস্পতিবার

আষাঢ় ০৫ , ১৪৩১ বঙ্গাব্দ
জুন‌ ২০, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

এবার ঈদটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালই কেটেছে। আজকে আমি আপনাদের মাঝে আমার ঈদের দিনের নামাজ পড়ার কিছু মুহূর্তের ফটোগ্রাফি এবং সেই সাথে যখন বাড়ি যাচ্ছিলাম তখন এখানে পোস্ট করার জন্য কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো ধাপে , ধাপে আজকে শেয়ার করার চেষ্টা করব। ঈদ আমাদের মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের প্রত্যেক বছরে দুইটা ঈদ থাকে একটা হচ্ছে ঈদুল আযহা এবং একটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর ঈদ আমরা এর আগে পালন করে ফেলেছি এখন আমরা পালন করলাম ঈদ উল আযহা। ঈদে মোটামুটি আমরা সবাই অনেক খুশি ছিলাম এবং সকালবেলা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত অনেক বেশি ঘোরাফেরা করেছি এবং মজা করেছি। সেই পোস্টগুলো আমি ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, আচ্ছা এই ঈদে আপনাদের সময় গুলো কেমন কেটেছে আপনারা চাইলে পোষ্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন তাহলে আপনাদের সাথে না থাকলেও আপনাদের পোষ্টের মাধ্যমে আপনাদের সময় গুলো আমরা উপভোগ করতে পারবো।

এজন্য আমি আপনাদের মাঝে নতুন , নতুন কিছু পোস্ট খুব শীঘ্রই নিয়ে আসবো যার মাধ্যমে আমরা ঈদের আনন্দটা সবার মধ্য ভাগাভাগি করে নিতে আমরা সবাই পারবো। যাই হোক আমি বাংলাদেশে থাকি এবং বাংলাদেশের মেহেরপুর জেলা অবস্থান করছি। আমাদের আশেপাশের দৃশ্য গুলো অনেক সুন্দর এবং যেহেতু আমাদের ছয়টি ঋতু রয়েছে যার কারণে আমরা ছয় ধরনের আলাদা আলাদা আবহাওয়া উপভোগ করতে পারি এর ফলে আমরা প্রত্যেকটা ঋতুতে আপনাদের মাঝে নতুন নতুন অনেক দৃশ্য শেয়ার করতে পারব । যাইহোক এই ঈদে কোথায় কোথায় ঘুরেছি সেটা অন্যদিন শেয়ার করব তবে এ পোস্টে আমি ঈদের দিন কি কি করলাম সেই সময়ের কিছু ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করছি। আমি আশা করি আপনারা এটি উপভোগ করবেন তবে চলুন শুরু করি....।

IMG_20240617_081722_803-01.jpeg
IMG_20240617_071701_417-01.jpeg
IMG_20240617_145919_728-01.jpeg
IMG_20240617_150037_955-01.jpeg
IMG_20240617_081727_617-01.jpeg
ব্লগার@emonv
ডিভাইসInfinix note 11 pro
শ্রেণী ‌জেনারেল রাইটিং

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPibnvc3jNzSEdSiawB2X69vkaocqkcYUEnPHTgjiAiKhatKeryT5Hq2JHfHzu9...1o94pTRcehQFB2kwKFpMfpgFqWaL6XgjzK3hj4mnan8hEFrJGEpjzrn6nX8ib1Pn23B5nZZhzC9tEwPewqYDbvhP32EaiCSVKeEGapxzVqk8UtGkZsuq4DqtA.jpeg

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 13 days ago 

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60422.26
ETH 3311.81
USDT 1.00
SBD 2.37